ঈদের নামাজের নিয়ত, নিয়ম ও ঈদের দিনের সুন্নাত

ঈদুল ফিতরের নামাজের নিয়ত,ঈদের নামাজের নিয়ম,ঈদের নামাজের নিয়ত আরবিতে,ঈদের ফিতরের নামাজের নিয়ম,ঈদের নামাজ কি ওয়াজিব,মহিলাদের ঈদুল ফিতরের নামাজের নিয়ম,ঈদের নামাজের নিয়ম-কানুন ও জরুরি কিছু মাসয়ালা,ইমামের পেছনে কেবলামুখি হয়ে ঈদুল ফিতরের দু'রাকাত ওয়াজিব নামাজ ৬ তাকবিরের সঙ্গে আদায় করছি- এরূপ নিয়ত করে 'আল্লাহু আকবার' বলে ...  ntrcanotice.com https://ntrcanotice.com > ঈদুল-ফি...  ঈদুল ফিতরের নামাজের নিয়ম | ঈদের দিন করণীয় ও বর্জনীয় - Ntrca Notice ঈদুল ফিতরের নামাজের নিয়ম, নিয়ত ও তাকবির  4 days ago - গোসল করা: ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করা সুন্নত। এ বিষয়ে হাদিসে রয়েছে, হজরত ইবনে উমার (রা.) থেকে বিশুদ্ধ  আ  Dainik Amader Shomoy  www.dainikamadershomoy.com  ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত  3 days ago - মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। অনেকেই ঈদের নামাজের নিয়ত, নিয়ম এবং তাকবির ভুলে যান।  Missing: সুন্নাত | Show results with: সুন্নাত  24  61  Channel 24  https://www.channel24bd.tv > article  ঈদের নামাজ পড়ার নিয়ম  3 days ago - ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির ওয়াজিব। প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা ও 'ছানা'র পর তিন তাকবির। দ্বিতীয় রাকাতে কেরাতের  যা  যায় যায় দিন  https://www.jaijaidinbd.com › islam...  ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও তাকবির  4 days ago - বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। ঈদের দিনের মূল আয়োজন শুরু হয়। পবিত্র ঈদুল ফিতরের

ঈদের রাতে যথা সাধ্য ইবাদত বন্দেগি করে এশা ও ফজরের নামাজ এলাকার মসজিদে জামাত সহকারে আদায় করা 

১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।

২. মিসওয়াক করা।  

৩. গোসল করা।  

৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা।

৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।  

৬. সুগন্ধি ব্যবহার করা।  

৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া।  

৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া।

৯. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।

১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা।

১১. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।  

১২. পায়ে হেঁটে যাওয়া।  

১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা।

১৪.একে অপরকে মুবারকবাদ দেওয়া। 

১৬. ঈদের নামাজের পর মুসাফাহা, মুয়ানাক্বাহ

( কোলাকুলি)  করা।

আরও পড়ুন : একজন মুসলমানের জানা উচিৎ!
ঈদুল ফিতরের নামাজের নিয়ম, নিয়ত ও তাকবির  4 days ago - গোসল করা: ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করা সুন্নত। এ বিষয়ে হাদিসে রয়েছে, হজরত ইবনে উমার (রা.) থেকে বিশুদ্ধ  আ  Dainik Amader Shomoy  www.dainikamadershomoy.com  ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত  3 days ago - মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। অনেকেই ঈদের নামাজের নিয়ত, নিয়ম এবং তাকবির ভুলে যান।  Missing: সুন্নাত | Show results with: সুন্নাত  24  61  Channel 24  https://www.channel24bd.tv > article  ঈদের নামাজ পড়ার নিয়ম  3 days ago - ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির ওয়াজিব। প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা ও 'ছানা'র পর তিন তাকবির। দ্বিতীয় রাকাতে কেরাতের  যা  যায় যায় দিন  https://www.jaijaidinbd.com › islam...  ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও তাকবির  4 days ago - বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। ঈদের দিনের মূল আয়োজন শুরু হয়। পবিত্র ঈদুল ফিতরেরঈদুল ফিতরের নামাজের নিয়ত,ঈদের নামাজের নিয়ম,ঈদের নামাজের নিয়ত আরবিতে,ঈদের ফিতরের নামাজের নিয়ম,ঈদের নামাজ কি ওয়াজিব,মহিলাদের ঈদুল ফিতরের নামাজের নিয়ম,ঈদের নামাজের নিয়ম-কানুন ও জরুরি কিছু মাসয়ালা,ইমামের পেছনে কেবলামুখি হয়ে ঈদুল ফিতরের দু'রাকাত ওয়াজিব নামাজ ৬ তাকবিরের সঙ্গে আদায় করছি- এরূপ নিয়ত করে 'আল্লাহু আকবার' বলে ...  ntrcanotice.com https://ntrcanotice.com > ঈদুল-ফি...  ঈদুল ফিতরের নামাজের নিয়ম | ঈদের দিন করণীয় ও বর্জনীয় - Ntrca Notice

ঈদের দিন যথাযথভাবে ঈদের নামাজ পড়ার জন্য নিয়ত, নিয়ম এবং তাকবির তুলে ধরা হলো-

نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ تَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَديْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

উচ্চারণ: 'নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তি তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি 'আল্লাহু আকবার'।'

অর্থ: আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এ ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি- 'আল্লাহু আকবার'।

ঈদের নামাজ পড়ার নিয়ম-

১. ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বাঁধা।

২. তাকবিরে তাহরিমার পর ছানা পড়া-

'সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।

৩. এরপর অতিরিক্ত ৩ তাকবির দেয়া।

৪. এক তাকবির থেকে আরেক তাকবিরের মধ্যে তিন তাসবিহ পরিমাণ সময় নেয়া।

৫. প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে তা ছেড়ে দেয়া।

৬. তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো নাভীর নীচে বেঁধে নিতে হবে।

৭. আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়া।

৮. সুরা ফাতেহা পড়া

৯. আরেকটি সুরা মিলানো। এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।

আরও পড়ুন : কিছু কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি

দ্বিতীয় রাকাত-

১. বিসমিল্লাহ পড়া

২. সুরা ফাতেহা পড়া

৩. সুরা মেলানো।

৪. সুরা মিলানোর পর অতিরিক্ত ৩ তাকবির দেয়া।

৫. প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া।

৭. এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া।

৮. সেজদা আদায় করে-

৯. বৈঠকে বসা; তাশাহহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।

১০. নামাজের সালাম ফেরানোর পরপর ইমাম সাহেব তাকবির পড়তে পড়তে মিন্বরে চড়া,মুসল্লিরা মিড়িয়াম আওয়াজে তাকবীর পড়া।

তাকবীর হলো-

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد

উচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।’

১১. নামাজের পর ইমাম সাহেবের দুটি খুতবা দেয়া।

ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দেবে আর মুসল্লিরা খুতবা মনোযোগের সঙ্গে শুনবেন। 

ঈদের নামাজের তাকবির পড়া-

ঈদের চাঁদ দেখার পর থেকে অর্থাৎ ৩০ রমজান ইফতারের পর প্রথম কাজই হচ্ছে তাকবির তথা আল্লাহর কৃতজ্ঞতাজ্ঞাপন করা। আল্লাহর শুকরিয়া আদায় করে তাকবির পড়া। এটিই ঈদের প্রথম কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমেও তাকবির পড়ার নির্দেশ দিয়েছেন এভাবে-

وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

'আর তোমাদের আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।’( সুরা বাকারা : আয়াত ১৮৫)

তাকবির হলো-

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد

উচ্চারণ : ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’

ঈদের নামাজের পরপর সালাম,মোসাফাাহা কোলাকুলি সুন্নত।পিতামাতা, মুরুব্বি পীর ও মুর্শিদকে কদমবুসি করাও সুন্নত।


পুরোটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ 

আপনাদের পরামর্শ আমাদেরকে জানান কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ