একজন মুসলমানের জানা উচিৎ!


একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf,একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত ১০টি বাক্য,মুমিনের প্রতিদিনের আমলের রুটিন pdf,একজন মুসলমানের জীবন কেমন হওয়া উচিত,একজন মুসলিমের দৈনন্দিন রুটিন,কিভাবে একজন ভালো মুসলিম হওয়া যায় যে ৭৭টি বিষয় প্রত্যেক মুসলমানের জানা দরকার  Jun 29, 2018 - ২. ফেরেশতাদের ব্যাপারে ঈমান আনা। ৩. আল্লাহ পাকের সমস্ত কিতাবের উপরে ঈমান আনা। ৪. নবী-  রাসুলগণের উপর ঈমান আনা। ৫...  f  Facebook Quran is for all of mankind...  160+ reactions. 8 years ago  মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা প্রত্যেক মুসলমানই একথা ভালো করে ...


মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।

পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়।

ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।

প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।

আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।

পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.

সেকেন্ডে চলে ১১ কি.মি. বেগে।

যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যা কোন ক্রমেই সম্ভব নয়।

গ্যালাক্সি, সুপারনোভা, ব্লাকহোল এগুলো ১ম আকাশ নয়,

১ম আকাশের মহাশুন্য।

তারপর ১ম আকাশ।

তারপর ২য় আকাশের মহাশুন্য,

তারপর ২য় আকাশ।

তারপর ৩য় আকাশের মহাশুন্য,

তারপর ৩য় আকাশ।

তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,

তারপর ৪র্থ আকাশ।

তারপর ৫ম আকাশের মহাশুন্য,

তারপর ৫ম আকাশ।

৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।

গাছটির নাম সিদরাতুলমুনতাহা।

আরও পড়ুন: বিয়েতে মেয়েদের পছন্দের গুরুত্ব কতটুকু? 

একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf,একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত ১০টি বাক্য,মুমিনের প্রতিদিনের আমলের রুটিন pdf,একজন মুসলমানের জীবন কেমন হওয়া উচিত,একজন মুসলিমের দৈনন্দিন রুটিন,কিভাবে একজন ভালো মুসলিম হওয়া যায় যে ৭৭টি বিষয় প্রত্যেক মুসলমানের জানা দরকার  Jun 29, 2018 - ২. ফেরেশতাদের ব্যাপারে ঈমান আনা। ৩. আল্লাহ পাকের সমস্ত কিতাবের উপরে ঈমান আনা। ৪. নবী-  রাসুলগণের উপর ঈমান আনা। ৫...  f  Facebook Quran is for all of mankind...  160+ reactions. 8 years ago  মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা প্রত্যেক মুসলমানই একথা ভালো করে ...

মহানবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।

৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।

আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।

আল্লাহর সিংহাসন কত বড়?

আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।

আল্লাহু আকবর।

মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।


পুরোটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ 

আপনাদের পরামর্শ আমাদেরকে জানান কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করুন


টাইমলাইনে রেখে দিতে পারেন।



সংগৃহিত...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ