বিয়েতে মেয়েদের পছন্দের গুরুত্ব কতটুকু?

সফল বিয়ের জন্য স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত হবে?,বিয়ের আগে যে ৭ বিষয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা জরুরি,বিয়ে দেওয়ার আগে মেয়েদের মতামত নিতে হবে কি? বিয়ে একটি স্থায়ী সম্পর্ক। সমাজে একটি বিষয় পরিলক্ষিত হয় যে, নারীর কোনো সম্মতি বা মতামত না নিয়েই অপরিচিত ছেলের কাছে  'যখন বুঝতে পারলাম আমার বিয়ে হয়েছে এক নপুংসকের সঙ্গে'  বিয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রীর

জোরপূর্বক মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা করা হলো।

উমার ইবনুল খাত্তাব (রা.) বলেন, 'তোমরা তোমাদের মেয়েদেরকে 'অসুন্দর' ছেলে বিয়ে করার জন্য বাধ্য করবে না। কেননা, তোমরা যা (সৌন্দর্য) ভালোবাসো, তারাও তাই ভালোবাসে।'

 [ইমাম সাঈদ বিন মানসুর, আস-সুনান: ৭৮১; ইমাম ইবনু আবি শাইবাহ, আল-মুসান্নাফ: ৪/৯৪]

হাদিসের দাবিও এমনই। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

"তোমাদের কেউ (প্রকৃত) মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে।”

 [ইমাম বুখারি, আস-সহিহ: ১৩]

আরও পড়ুন: হাদিসের আলোকে বিবাহ করা কেন উত্তম?

সফল বিয়ের জন্য স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত হবে?,বিয়ের আগে যে ৭ বিষয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা জরুরি,বিয়ে দেওয়ার আগে মেয়েদের মতামত নিতে হবে কি? বিয়ে একটি স্থায়ী সম্পর্ক। সমাজে একটি বিষয় পরিলক্ষিত হয় যে, নারীর কোনো সম্মতি বা মতামত না নিয়েই অপরিচিত ছেলের কাছে  'যখন বুঝতে পারলাম আমার বিয়ে হয়েছে এক নপুংসকের সঙ্গে'  বিয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রীর

আমরা অনেক সময় নিজের জন্য একরকম পছন্দ করি, আর অপরের জন্য অন্যরকম পছন্দ করি। এটি অন্যায়। এটি কোনো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না।


তাই, মেয়ের পছন্দকে গুরুত্ব দেওয়া জরুরি। জোর করে কারও সাথে মেয়ের বিয়ে দেওয়া মানে মেয়ের উপর মারাত্মক জুলুম করা। এর জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

لا تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأمَرَ وَلا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ قَالُوا يَا رَسُولَ اللهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ أَنْ تَسْكُتَ

"কোনো বিধবা নারীকে তার সরাসরি সম্মতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না।" লোকজন জিজ্ঞাসা করলো, 'হে আল্লাহর রাসুল! তার (কুমারী মেয়ের) অনুমতিটা কেমন হবে?' তিনি বললেন, "তার চুপ থাকাটাই তার অনুমতি।”

 [ইমাম বুখারি, আস-সহিহ: ৫১৩৬]

আরও পড়ুন : পাঁচটি আমল যে করবে সে জান্নাতি
সফল বিয়ের জন্য স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত হবে?,বিয়ের আগে যে ৭ বিষয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা জরুরি,বিয়ে দেওয়ার আগে মেয়েদের মতামত নিতে হবে কি? বিয়ে একটি স্থায়ী সম্পর্ক। সমাজে একটি বিষয় পরিলক্ষিত হয় যে, নারীর কোনো সম্মতি বা মতামত না নিয়েই অপরিচিত ছেলের কাছে  'যখন বুঝতে পারলাম আমার বিয়ে হয়েছে এক নপুংসকের সঙ্গে'  বিয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রীর

যদি জোর করে কোনো নারীকে বিয়ে দেওয়া হয়, তাহলে সেই নারীর অধিকার থাকবে—বিচারকের রায়ের মাধ্যমে সেই বিয়ে রাখা অথবা ছিন্ন করা।


এমনটিই বলেছেন আলিমগণ। এক্ষেত্রে সেই নারীর কোনো গুনাহ হবে না। এর দলিল হলো, একবার এক কুমারী মেয়ে নবিজির কাছে এসে অভিযোগ করে যে, তার বাবা তার অমতে তাকে বিয়ে দিয়েছে। তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি সেই মেয়েটির হাতে ছেড়ে দেন, সে চাইলে এই বিয়ে রাখতেও পারে আবার বাতিলও করতে পারে।

 [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ১৮৭৫; হাদিসটি সহিহ]


পুরোটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ 

আপনাদের পরামর্শ আমাদেরকে জানান কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করুন

প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। শেয়ার করে বন্ধুদেরও পড়তে সাহায্য করুন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ