কারবালার মাঠে একে-একে যখন সবাই শাহাদাত বরন করছেন এবং হজরত ইমাম হুসাইন(আঃ) যখন কেবল একা দাড়িয়ে ছিলেন, তখন তার শেষ কয়টি
কথার কিছু
"কেন আমাকে হত্যা করতে চাও? আমি কি কোনো পাপ অথবা অপরাধ করেছি?" এজিদের সৈন্য বাহিনী বোবার মত দাড়িয়ে রইল।
পুনরায় ইমাম হুসাইন(আঃ) বললেন, "আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দেবে? কি জবাব দেবে বিচার দিবসে মহানবীর কাছে?"
এজিদের সৈন্য বাহিনী পাথরের মত দাঁড়িয়ে আছে। আবার ইমাম হুসাইন (আঃ) বললেন, 'হাল্ মিন্ নাস্রিন
ইয়ানসুরুনা?" 'আমাদের সাহায্য করার মত কি তোমাদের মাঝে একজনও নাই?' তারপরের আহ্বানটি সাংঘাতিক মারাত্বক।
ঐতিহাসিকদের মতে এটাই ইমাম হুসাইন(আঃ) শেষ আহ্ববান।
"আলাম্ তাস্মাও? আলাইসা ফিকুম্ মুসলিমু?"
'আমার কথা কি শুনতে পাও না? তোমাদের মাঝে কি মাত্র একটি মুসলমানও নাই?' ইমাম হুসাইন(আঃ)-এর শেষ ভাষনটি মাত্র একটি ছোট্র বাক্য।
তবে এর ব্যাখ্যা যদি কাঁচ ভাঙ্গার মত টুকরো- টুকরো করে দেখাতে চাই তাহলে সেই বাক্যটি হবে খুবই বেদনা দায়ক।
তাই বেশি কিছু না বলে শেষ বাক্যটির সামান্য ব্যাখ্যা দিয়ে শেষ করতে চাই।
হযরত খাজা বাবা মুঈনউদ্দিন চিশতী (রাঃ)যেমন বলেছেন,'ইমাম হুসাইন (আঃ) আসল এবং নকলের
ভাগটা পরিস্কার করে দেখিয়ে গেলেন' সে রকমই অর্থ বহন করছে ইমাম হুসাইন(আঃ) শেষ ভাষনটিতে।
কারন, এজিদের সৈন্য বাহিনীতে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের কেউ ছিল না।
সবাই ছিল মুসলমান।
আরও পড়ুন: হাদিসের আলোকে বিবাহ করা কেন উত্তম?
অথচ কি সাংঘাতিক এবং ভয়ংকর ভাষন-''তোমাদের মাঝে কি একটি মুসলমানও নাই?''
না, একটিও সত্যিকার আসল মুসলমান ছিল না বলেই
ইমাম হুসাইন(আঃ) এই আহ্বান জানিয়ে পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন।
তিনি জানিয়ে দিয়ে গেলেন যে, যারা দাঁড়িয়ে আছে তারা সবাই নামধারী বেশভূষার নকল মুসলমান।
ইমাম হুসাইন (আঃ) হাকিকতে মুসলমানের সঠিক রূপরেখা প্রণয়ন করে দিয়ে গেলেন।
সেদিন থেকে মুসলমানদের দুইভাগ সকলের নিকট সুস্পস্ট হয়ে গেল।
১. হুসাইনী মুসলমান (হক্কানী মুসলমান)
২.এজিদী মুসলমান (বাতেল মুনাফিক মুসলমান)
ইমাম হুসাইন (আঃ) সুস্পষ্ট করে দিলেন শুধুমাত্র নামাজ-রোযা, হজ্জ যাকাত দাড়ি-টুপি বেশভূষা এসব মুসলমানের পরিচয় নয়।
যার অন্তরে ঈমানের পরিপূর্ণতা থাকবেনা, রাসূল পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)ও আওলাদে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি পূর্ণ আদব ও মুহাব্বত থাকবেনা, তারা কখনোই মুসলমানের নামের যোগ্য হবেনা।
যদিও তারা বাহ্যিকভাবে মুসলমান হবে কিন্তু হাকিকতে তারা বাতেল জাহান্নামী, তাদের নামাজ-রোযা হজ্জ যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবেনা।
এখন এজিদী মুসলমান থেকে নিজের ঈমান আমল হেফাজত করা কারবালার ময়দানের মহান শিক্ষা।
পুরোটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ
আপনাদের পরামর্শ আমাদেরকে জানান কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করুন
• দৃষ্টি আকর্ষ : যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন।
0 মন্তব্যসমূহ