হাদীসের আলোকে অধিকাংশ নারী জাহান্নামী হওয়ার কারণ

জান্নাতে পুরুষের সংখ্যা বেশী হবে, না নারীর সংখ্যা?  উপরোল্লিখিত আলোচনায় বুঝা যায়, নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে, জান্নাতে নারীর সংখ্যা কম হবে।  Missing: আলোকে | Show results with: আলোকে  HadithBD  https://www.hadithbd.com > link  জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা  যেমন পূর্বেই আলোচিত হয়েছে যে, জাহান্নামীদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। নবী )ﷺ( বলেছেন, "আমি বেহেস্তের মধ্যে তাকিয়ে দেখলাম, তার অধিকাংশ ...  Missing: আলোকে | Show results with: আলোকে  Ourislam24.com  www.ourislam24.com  ছয় কারণে অধিকাংশ নারীরাই হবে জাহান্নামী  Jun 12, 2017 – জামিল আহমদ আলেম ও লেখক. রাসূল স. এরশাদ করেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং রমযানের রোযা রাখবে স্বীয় ...  Dainik Rangpur  www.dainikrangpur.com  জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ  :  :  :

জাহান্নামীদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। নবী (ﷺ) বলেছেন, “আমি বেহেশ্তের মধ্যে তাকিয়ে দেখলাম, তার অধিকাংশ অধিবাসীই গরীবদের দল। আর দোযখের দিকে তাকিয়ে দেখলাম, তার অধিকাংশ অধিবাসীই মহিলা।”

 (বুখারী ও মুসলিম)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি দেখলাম, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হল মহিলা।” সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কী জন্য হে আল্লাহর রসুল? তিনি বললেন, “তাদের কুফরীর জন্য। তারা বললেন, ‘আল্লাহর সাথে কুফরী? তিনি বললেন, “(না, তারা স্বামীর কুফরী (অকৃতজ্ঞতা) ও নিমকহারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানী কর, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোন মঙ্গল দেখলাম না আমি!”

 (বুখারী, মুসলিম)।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুই প্রকার জাহান্নামী মানুষ আসবে; যাদেরকে আমি আমার যুগে দেখতে পাচ্ছি না। এক প্রকার হচ্ছে, ওই সব নারী!-> যারা কাপড় পরেও উলংগ থাকবে।> তারা সাজ-সজ্জা করে পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট থাকবে।> তাদের মাথার খোপা (সাজ সজ্জা ও ফ্যাশনের কারণে) উটের কুঁজের মত (উঁচু, যা) এদিক-ওদিক হেলানো থাকবে।তারা জান্নাতে প্রবেশ করবে না; এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ, জান্নাতের সুঘ্রাণ ৫শ’ বছর রাস্তার দূরত্ব থেকেও অনুভব করা যাবে।’ (মুসলিম)

ধ্বংস হোক ঐসব নারী, যারা চোখের উপরের লোম ( ভ্রুপ্লাগ) উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে।' 

(সহীহ বুখারী হা: ৪৮৮৬)

আরও পড়ুন : ডা. মরিচ বুকাইলি কেন বলেছিলেন - নবী মুহাম্মাদ এই তথ্য কী করে জানলেন! 

জান্নাতে পুরুষের সংখ্যা বেশী হবে, না নারীর সংখ্যা?  উপরোল্লিখিত আলোচনায় বুঝা যায়, নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে, জান্নাতে নারীর সংখ্যা কম হবে।  Missing: আলোকে | Show results with: আলোকে  HadithBD  https://www.hadithbd.com > link  জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা  যেমন পূর্বেই আলোচিত হয়েছে যে, জাহান্নামীদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। নবী )ﷺ( বলেছেন, "আমি বেহেস্তের মধ্যে তাকিয়ে দেখলাম, তার অধিকাংশ ...  Missing: আলোকে | Show results with: আলোকে  Ourislam24.com  www.ourislam24.com  ছয় কারণে অধিকাংশ নারীরাই হবে জাহান্নামী  Jun 12, 2017 – জামিল আহমদ আলেম ও লেখক. রাসূল স. এরশাদ করেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং রমযানের রোযা রাখবে স্বীয় ...  Dainik Rangpur  www.dainikrangpur.com  জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ  :  :  :

ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে।' 

(বুখারী, মিশকাত হা: ৪৪২৯)

ধ্বংস হোক তারা, যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেলো, ঐ নারী ব্যাভিচারিণী।‘ 

(সহীহুল জামে হা: ৪৫৪০)

ধ্বংস হোক ঐসব নারী, যারা শরীরে উল্কি (ট্যুট) আকেঁ এবং অন্যকেও এঁকে দেয়।—

 (সহীহ মুসলিম হা: ২১২৫)

অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা (আলগা চুল) পরিধান করে।' (সহীহ বুখারী হা: ৪৮৮৬)

ঐসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে।' (সহীহ বুখারী হা: ৬৬৫৭)

ঐসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়।“ 

(সহীহ মুসলিম হা: ২৫৬৩)

ধ্বংস ঐসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা, গিবত করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে।'

 (সুনানে আবু দাউদ হা: ৪৮৭৪)


আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, আমীন।


• দৃষ্টি আকর্ষ : যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ