একদিন এক রাজা মশাই স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁতগুলো পড়ে গেছে। তিনি এক জ্যোতিষীকে ডাকলেন এবং তার স্বপ্নের কথা খুলে বললেন। জ্যোতিষী রাজা মাশায়ের স্বপ্নের কথা শুনে বললেন আপনার চোখের সামনে আপনার পরিবারের সব মানুষ গুলো মারা যাবে এবং আপনি চেয়ে চেয়ে দেখবেন।
রাজামশাই এই কথা শুনে খুব রেগে গেলেন এবংজ্যোতিষীকে মৃত্যুর দণ্ড দিলেন।
এরপর রাজামশাই অন্য এক জ্যোতিষীকে ডাকলেন এবং তার স্বপ্নের কথা খুলে বললেন। এই জ্যোতিষী রাজা মশাইয়ের সব কথা শুনে বললেন, আপনার পরিবারের সবার থেকে আপনার আয়ু বেশি হবে এবং আপনি আপনার পরিবারের সবার থেকে বেশি দিন বেচে থাকবেন।
রাজা মশাই এই কথা শুনে খুব খুশি হলেন এবং জ্যোতিষীকে পুরস্কৃত করলেন।
এখানে দুইজন জ্যোতিষীর কথার অর্থ এক ছিল। শুধুমাত্র বলার ধরনের কারণে কেউ পুরস্কৃত হল কেউ মৃত্যুদণ্ড পেল।
তাহলে বোঝা যায় সবার কথার ধরন সুন্দর হওয়াই উচিত।
সুন্দর করে কথা বলার কিছু উপায় -
• সঠিক উচ্চারণ
• আত্মবিশ্বাসী হওয়া
• দৃষ্টি সংযোগ বা আই কন্টাক্ট
• শারীরিক অঙ্গভঙ্গি
• পোশাক পরিচ্ছদ
• জড়তা কাটিয়ে ওঠা
• তাড়াহুড়া না করা
আপনি যদি সুন্দর করে কথা বলা শিখতে চান, তবে ধারাবাহিকভাবে এই উপায়গুলো অনুসরণ করতে পারেন। যা আপনার ব্যক্তি ও পেশাদার জীবনের সব ক্ষেত্রেই অবদান রাখতে সক্ষম।
কিছু কৌশল -
প্রথমেই নিজেকে বিশ্লেষণ করতে হবে। তুমি কী বিষয়ে কথা বলছ, কীভাবে কথাটি শুরু করছ, কার সঙ্গে কথা বলছ এবং তার সাথে দেখতে হবে তোমার কণ্ঠস্বরটি কেমন। সেটি কি খুব বেশি কর্কশ , খুব মিষ্টি নাকি স্বাভাবিক। যেই বিষয় নিয়ে তুমি কথা বলছ সেই বিষয়ে তোমার দক্ষতা কেমন এটি জানা ও খুব গুরুত্বপূর্ণ। এসব বিশ্লেষণের ফলাফল কাগজে লিখে রাখাই ভাল। সুন্দর করে ইংরেজি কিংবা বাংলা কথা বলা পুরোটাই চর্চার ওপর নির্ভরশীল।
যা বলবে আত্মবিশ্বাসের সাথে বলবে। দ্বিধা নিয়ে কিছু বলা উচিৎ নয়। বক্তাকে দ্বিধান্বিত দেখলে শ্রোতারা বক্তার ওপর আস্থা হারিয়ে ফেলে। আর যা বলছো, সেই কথাটি বলার সময় আত্মবিশ্বাসের কারণটি ও বলা যেতে পারে। ইংরেজি তে বক্তব্য দিতে হলে কিভাবে ইংরেজিতে কথা বলব এই বিষয়ে বেশি ভাবা যাবে না।
কোন একটা আলোচনায় যোগ দিতে গেলে আগে শোন কে কী বলছে। হুট করে কোন মন্তব্য করা বোকামির কাজ। মূল বিষয়টি নিয়ে কিছুক্ষণ চিন্তা কর। কেউ যদি অনেক সুন্দর করে উপস্থাপন করে তবে তাকে অনুসরণ করা যেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ কথা বলার কৌশল।
কখনোই এমন কোন কথা বলা উচিত নয় যেটিতে মানুষ খুব বিব্রতবোধ করে কিংবা বিষয়বস্তুর সঙ্গে একদমই খাপ খায় না। অন্যের কথার মাঝে কথা বলাটা অনেকেই পছন্দ করে না। তবে কথা যদি বলতেই হয় সেটি ভদ্রভাবে বললে সবাই তাতে সাড়া দেবে। যেমন: “Excuse me” বলে বক্তার কথার সাথে কিছু যোগ করা যেতে পারে কিংবা সেই বিষয়ে কোন ব্যক্তিগত মতামতও দেয়া যেতে পারে।
পুরোটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ
আপনাদের পরামর্শ আমাদেরকে জানান কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করুন ।
0 মন্তব্যসমূহ