কারবালা এর প্রান্তরে ৭২জন শাহাদাত বরণকারীর নাম ও দেশ

দিনটি ছিল ১০ তারিখ মুহররম মাস, ৬১ হিজরী। ইরাকের কুফা নগরীর কারবালা এর প্রান্তর বাদ জুম’আ হতে মাগরিব এর মধ্যবর্তী সময়। ইসলাম ধর্মের সঠিক রূপরেখাকে সমুন্নত রাখার জন্য কুখ্যাত ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে সায়্যিদুনা হযরত ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে জিহাদে লিপ্ত হতে হয়।


সে সময় ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিত্র ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এর পরিবার ও সফর সঙ্গীসহ মোট ৭২ জন মর্দে মুজাহিদ শাহাদাত বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মূলত এই দিনটি হলো ইসলামী পরিভাষায় আশুরার দিন বা আশুরা দিবস।


আল্লামা মুহাম্মদ আলী জাওহার রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তাঁর লিখনীর মাধ্যমে এই ছন্দ মালা উল্লেখ করেন-

হার ইব্তেদা ছে পেহলে, হার ইন্তেহা কে বাদ,

যাত’ই নবী বুলন্দ হ্যাঁয়, যাত’ই খোদা কি বাদ।

দুনিয়ামে ইহ্তারাম কে কাবিল হ্যাঁয় জিতনে লোক

ম্যাঁয় সব্কো মান্তাহোঁ, মাগার মোস্তফা কে বাদ

কাতেল’ই হোসাইন আসল মে, মারগে-এ ইয়াজিদ হ্যাঁয়,

ইসলাম জিন্দা হোতা হ্যাঁয়, হার কারবালাকী বাদ।


শুহাদায়ে কারবালার ময়দানে শাহাদাত বরণকারী ৭২জন শহীদগণের নাম মোবারক:

০১ ইমামুশ শোহাদা, তাজেদারে কারবালা, জান্নাতের সকল যুকদের সর্দার, সায়্যিদুনা হযরত ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


সায়্যিদুনা ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এঁর ভাইগণের মধ্যে হলেন:

০২ সায়্যিদুনা আব্বাস বিন আলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

০৩ সায়্যিদুনা আবদুল্লাহ্ বিন আলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

০৪ সায়্যিদুনা জাফর বিন আলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

০৫ সায়্যিদুনা উসমান বিন আলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

০৬ সায়্যিদুনা আবু বকর বিন আলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

০৭ সায়্যিদুনা মুহাম্মদ বিন আলী হানাফীয়া রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


সায়্যিদুনা ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এঁর পুত্রগণের মধ্যে হলেন:

০৮ সায়্যিদুনা আলী আকবর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

০৯ সায়্যিদুনা আলী আজগর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


সায়্যিদুনা ইমাম হাসান রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এঁর পুত্রগণের মধ্যে হলেন:

১০ সায়্যিদুনা কাসিম বিন হাসান রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

১১ সায়্যিদুনা আব্দুল্লাহ্ বিন হাসান রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

১২ সায়্যিদুনা আবু বকর বিন হাসান রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


 

সায়্যিদুনা জাফর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এঁর পুত্রগণের মধ্যে হলেন:

১৩ সায়্যিদুনা আউন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

১৪ সায়্যিদুনা মুহাম্মদ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু [উভয়ে ইমাম হোসাইন (রা:) এর ভাগিনা]


সায়্যিদুনা আকীল রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এঁর পুত্রগণের মধ্যে হলেন:

১৫ সায়্যিদুনা জাফর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

১৬ সায়্যিদুনা আবদুল্লাহ্ ইবনে মুসলিম ইবনে আকীল রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু [হযরত আকীল (রা:) পূর্ব-ই কুফায় শাহাদাত বরণ করেছেন।]

১৭ সায়্যিদুনা আবদুর রহমান রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

১৮ সায়্যিদুনা মুহাম্মদ ইবনে আবু সাঈদ ইবনে আকীল রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, শাহাদাত বরণ করেন। (বেদায়া নেহায়া-৮:১৮৯)

১৯ সায়্যিদুনা আলী ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


বি:দ্র: আল বেদায়া ওয়ান্নেহায়ার বর্ণনায় কারবালা প্রান্তে মজলুমাবস্থায় নবী পরিবারের মধ্যে উরোক্ত ১৯ জন শুহাদায়ে কেরামের নাম পাওয়া যায়।



৭২ জনের মধ্যে বাকি শহীদ গণের নামের তালিকা নিম্নে দেওয়া হলো:

কারবালার ময়দানে নূরুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর সাহাবীগণের মধ্যে হলেন:

২০ সায়্যিদুনা হাবীব ইবনে মুজাহের রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

২১ সায়্যিদুনা মুসলিম ইবনে আউসাজা আল আসাদী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

২২ সায়্যিদুনা আবদুল্লাহ্ ইবনে আমের আল কালবী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

২৩ সায়্যিদুনা আনাস ইবনে হারেছ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

২৪ সায়্যিদুনা বারির ইবনে হুযাইর হামদানী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

২৫ সায়্যিদুনা জুহাইর ইবনে কাইন আল বাজলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

২৬ সায়্যিদুনা হাজ্জাজ ইবনে মাসরুক আল জু’ফী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


সায়্যিদুনা ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এঁর সঙ্গী সাথীগণের মধ্যে হলেন:

২৭ সায়্যিদুনা আবদুল্লাহ উমাইর আল কালবী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

২৮ সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে আযরাহ্ আল গিফারী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

২৯ সায়্যিদুনা নাফি’ই ইবনে হিলাল আল জামালী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৩০ সায়্যিদুনা জাফর ইবনে হাজ্জাজ আত্ তামীমী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৩১ সায়্যিদুনা জাবালাহ্ ইবনে আলী আস শাইবানী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৩২ সায়্যিদুনা জুনাদা ইবনে হারেছ ইবনে সুলায়মান রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৩৩ সায়্যিদুনা জুনাদা ইবনে কা’ব আল্ আনসারী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৩৪ সায়্যিদুনা হানযালাহ্ ইবনে আস’আদ আস শাবামী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


৩৫ সায়্যিদুনা হাবাশ ইবনে ক্বায়স নাহমী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৩৬ সায়্যিদুনা যায়ন ইবনে মালিক আত্ তাইমী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৩৭ সায়্যিদুনা আবদুর রহমান ইবনে আবদ রাব্বিহী আল আনসারী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৩৮ সায়্যিদুনা উমর ইবনে জুনাদাহ্ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৩৯ সায়্যিদুনা উমর ইবনে কারজাতুল আল আনসারী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৪০ সায়্যিদুনা ওহাব ইবনে আবদুল্লাহ আল কালবী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৪১ সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে বিশর খোলামী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৪২ সায়্যিদুনা ওয়াক্বিয়াহ্ ইবনে সাঈদ ইবনে আল হাতিম আততায়ী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


৪৩ সায়্যিদুনা আইমর ইবনে হিশাম ইবনে আল হামিম আততায়ী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৪৪ সায়্যিদুনা মুসলিম ইবনে উজাইর ইবনে আল হামিম আততায়ী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৪৫ সায়্যিদুনা আসলাম আত তুরকী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৪৬ সায়্যিদুনা সাইফ ইবনে হারেছ ইবনে সুরায়’ঈ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৪৭ সায়্যিদুনা হারেছ ইবনে সুরায়’ঈ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৪৮ সায়্যিদুনা কাসেম ইবনে হাবীব রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৪৯ সায়্যিদুনা মাসউদ ইবনে হাজ্জাজ আত তাইমী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৫০ সায়্যিদুনা যিয়াদ ইবনে আযিয আশ্শায়দাবী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


 

৫১ সায়্যিদুনা জাহের ইবনে আমর আল কিন্দী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৫২ সায়্যিদুনা সাঈদ ইবনে আবদুল্লাহ আল হানাফী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৫৩ সায়্যিদুনা সালমান ইবনে নাজ্জার আল বাজলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৫৪ সায়্যিদুনা সুওয়াইদ ইবনে আমর ইবনে আবিল মোত্বা আল খাস’আমী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৫৫ সায়্যিদুনা সাইফ ইবনে মালেক আবদী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৫৬ সায়্যিদুনা জারগাসাহ্ ইবনে মালিক তাবলাবী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৫৭ সায়্যিদুনা শাউযাব ইবনে আবদুল্লাহ আশ শাকেরী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৫৮ সায়্যিদুনা ইয়াহইয়া ইবনে সালেম আল ইযদী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


৫৯ সায়্যিদুনা আবেস ইবনে আবী হাবীব আশ্শাকেরী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৬০ সায়্যিদুনা উমর ইবনে আবদুল্লাহ জুন্দী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৬১ সায়্যিদুনা মাওক্বা ইবনে সা মানাহ্ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৬২ সায়্যিদুনা নোমান ইবনে আমর আর রা’সি রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৬৩ সায়্যিদুনা আয়েদ ইবনে যিয়াদ আল ক্বায়াদী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৬৪ সায়্যিদুনা আয়েদ ইবনে মেগবীল আল খাওক্বী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৬৫ সায়্যিদুনা হোর ইবনে ইয়াযিদ আর রিয়্যাহী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৬৬ সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আর রিয়্যাহী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু


৬৭ সায়্যিদুনা আবদে আলা ইবনে ইয়াযিদ আর রিয়্যাহী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৬৮ সায়্যিদুনা মা’আস ইবনে ইয়াযিদ আর রিয়্যাহী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৬৯ সায়্যিদুনা ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এর দুধভাই- সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে বুকতুর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৭০ সায়্যিদুনা ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এর গোলাম হযরত আবু যর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৭১ সায়্যিদুনা ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এর খাদেম- হযরত মুনজিহ্ রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু

৭২ সায়্যিদুনা আবদুর রহমান বিন উযরাহ্ আল গিফারী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু


* ‘তাযকেরায়ে সিবতে ইবনে জোযী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু’র বর্ণনা মতে, ইমামের পবিত্র দেহে ৩৩টি বর্শার আঘাত, ৪০টি তরবারির আঘাত এবং পিরহান মোবারকে ১২১টি তীরের আঘাতের ফুটো ছিল,

 এর চাইতে জঘন্যভাবে পৃথিবীতে আর কাউকে শহীদ করা হয় নি। এতগুলি আঘাত এরপরও তিনি কারবালার ময়দানে নামায ছেড়ে দেননি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ