কোরআনের যে দশটি সূরা আপনাকে দশটি বিপদ থেকে বাঁচাবে

কোরআনের যে দশটি সূরা আপনাকে দশটি বিপদ থেকে বাঁচাবে, বিপদ থেকে বাঁচতে দোয়া, ইসলামিক কথাবার্তা, ওয়াজ মাহফিল,alhadimedia360, hamid, বিশেষ বিশেষ দোয়া,২
H4

আল্লাহ্ মানুষকে বিভিন্ন সময় নানা বিপদে ফেলে পরীক্ষা করে থাকে। শুধু ইহকালে নয় আল্লাহ্ মানুষকে পরকালেও পাপের শাস্তি দেবেন। ইহকালের বিপদ কিংবা পরকালের শাস্তির হাত থেকে তৎক্ষণাত রক্ষা পাওয়ার উপায় বলে দেয়া আছে আল কোরআনে।

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পত্তি, জীবন এবং ফসল হারানো দিয়ে পরীক্ষা করবই। জীবনে কোনো বিপদ আসলে যারা ধৈর্যের সাথে চেষ্টা করে এবং বিপদে পড়লে সঙ্গে সঙ্গে বলে, “আমরা তো আল্লাহরই জন্য এবং আল্লাহরই কাছে আমরা শেষ পর্যন্ত ফিরে যাবো” তাদেরকে সুসংবাদ দাও! ওদের উপর তাদের প্রভুর কাছ থেকে আছে বিশেষ অনুগ্রহ এবং শান্তি। এধরনের মানুষরাই সঠিক পথে আছে।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৫-১৫৭)

আরও পড়ুন 

 • যে কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ

 • পবিত্র কুরআনে ঘুম ও মৃত্যুর মাঝে সম্পর্ক 

আল কোরআনের এমন দশটি সূরা আছে যেগুলো বিপদে পড়ার পর পাঠ করলে আল্লাহর রহমতে আপনি রক্ষা পাবেন। সূরা গুলো নিম্নরূপ-


• সূরা ফতিহা আল্লাহর গজব হতে রক্ষা করবে।


• সূরা ইয়াসীন কিয়ামতের দিন পিপাসাত হওয়া থেকে রক্ষা করবে।


• সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্থা হতে রক্ষা করবে।


• সূরা ওয়াকি'আ দরিদ্রতা হতে রক্ষা করবে।


• সূরা মূলক কবরের আযাব হতে রক্ষা করবে।


• সূরা কাওসার শত্রুর অনিষ্ট হতে রক্ষা করবে।


• সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী হতে রক্ষা করবে।


• সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষা করবে। 


• সূরা ফালাক হিংসুকের হিংসার হতে রক্ষা করবে।


• সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে রক্ষা করবে।


তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব সূরা যথাযথ আমলেই সম্ভব বিপদমুক্ত হওয়া। 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় উল্লেখিত সূরা গুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।


• দৃষ্টি আকর্ষ : যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। 








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ