কথা বলার আদব -
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তার উচিত কথা বললে ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা।
কথা বলা সবচেয়ে বড় পুণ্য এবং কথা বলা সবচেয়ে বড় পাপের কাজও। যে ব্যক্তি এই বাস্তবতা উপলব্ধি করবে, তার কথা বলা যেমন অর্থময় হবে, তেমনই তার চুপ থাকাও হবে অর্থময়।
আরও পড়ুন
• যে কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ
• মৃত্যুর পর মানুষের ৯টি আপসোস
কথা বলার ক্ষেত্রে কোরআনের এই নির্দেশনা ও আদবগুলো মেনে চলতে হবে
কথা বলার পূর্বে সালাম দেয়া।
- সুরায়ে নূর: ৬১
সতর্কতার সাথে কথা বলা, কেননা প্রতিটি কথা রেকর্ড হয়।
- সুরায়ে কাফ: ১৮
সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা।
- সুরায়ে বাক্বারাহ: ৮৩
অনর্থক ও বাজে কথা পরিহার করা।
- সুরায়ে নূর: ৩
কন্ঠস্বর নিচু করে কথা বলা।
- সুরায়ে লোকমান: ১৯ ও সুরায়ে হুজরাত: ২-৩
বুদ্ধি খাটিয়ে কথা বলা।
- সুরায়ে নামল: ১২৫
সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা। - সুরায়ে আহযাব: ৭১-৭২
গাধার মত কর্কশ স্বরে কথা না বলা।
- সুরায়ে লোকমান: ১৯
উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা।
- সুরায়ে হা-মীম সাজদাহ: ৩৪
উত্তম কথায় দাওয়াত দেয়া।
- সুরায়ে হা-মীম সাজদাহ: ৩৪
ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া।
- সুরায়ে ছফ: ২
পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা। - - সুরায়ে আ'রাফ: ১৯৯
মেয়েরা পর-পুরুষের সাথে ইনিয়ে-বিনিয়ে আহলাদীভাবে কথা না বলা তবে সুন্দর ও ভদ্রভাবে কথা বলা।
- সুরায়ে আহযাব: ৩২
মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা।
- সুরায়ে ফুরকান: ৬৩
সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলা।
- সুরায়ে বাক্বারাহ: ৮৩
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় সুন্দর ও উত্তম কথা বলার তাওফিক দান করুন। আমিন ।
• দৃষ্টি আকর্ষ : যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন।
0 মন্তব্যসমূহ