বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৫০টি গুরুত্বপূর্ণ বাগধারা - ৩

 

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাগধারা pdf,বিসিএস পরীক্ষায় আসা বাগধারা pdf,চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাগধারা,বার বার পরীক্ষায় আসা প্রশ্ন,গুরুত্বপূর্ণ বাগধারা pdf,চাকরির জন্য বাগধারা pdf,বাগধারা মনে রাখার সবথেকে সহজ পদ্ধতি


শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান)

শিরে সংক্রান্তি (বিপদ মাথার ওপর)

শুয়ে শুয়ে লেজ নাড়া (আলস্যে সময় নষ্ট করা)

শরতের শিশির (সুসময়ের বন্ধু)

শত্রুর মুখে ছাই (কুদৃষ্টি এড়ানো)

শ্রীঘর (কারাগার)

ষাঁড়ের গোবর (অযোগ্য)

আরও পড়ুন 

• A+ পেতে শুরু থেকে যেভাবে পড়বেন 

• একটি প্যারাগ্রাফ দিয়ে অনেক প্যারাগ্রাফ লেখার নিয়ম - ভালো দিক  

• কিভাবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন ?


ষোল আনা (পুরোপুরি)

ঘোল কলা (পুরোপুরি)

 সবুরে মেওয়া ফলে (ধৈর্যসুফল মিলে)

 সরফরাজি করা (অযোগ্য ব্যক্তির চালাকি)

 সাত খুন মাফ (অত্যধিক প্রশ্রয়)

 সাত সতের (নানা রকমের)

 সাপের ছুঁচো গেলা (অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা)

 বাঁ হাতের ব্যাপার (ঘুষ গ্রহণ)

 বাঁধা গৎ (নির্দিষ্ট আচরণ)

 বাজখাঁই গলা (অত্যন্ত কর্কশ ও উঁচু গলা)

 বাড়া ভাতে ছাই (অনিষ্ট করা)

 বায়াত্তরে ধরা (বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন)

 বিদ্যার জাহাজ (অতিশয় পণ্ডিত)

 বিশ বাঁও জলে (সাফল্যের অতীত)

 বিনা মেঘে বজ্রপাত (আকস্মিক বিপদ)

 বাঘের দুধ/ চোখ (দুঃসাধ্য বস্তু)

 বিসমিল্লায় গলদ (শুরুতেই ভুল)

 বুদ্ধির ঢেঁকি (নিরেট মূর্খ)

 ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ)

 ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা)

 ভরাডুবি (সর্বনাশ)

 ভস্মে ঘি ঢালা (নিষ্ফল কাজ)

 ভাদ্র মাসের তিল (প্রচণ্ড কিল)

 ভানুমতীর খেল (অবিশ্বাস্য ব্যাপার)

 ভাল্লুকের জ্বর (ক্ষণস্থায়ী জ্বর)

 ভাঁড়ে ভবানী (নিঃস্ব অবস্থা)

 ভূতের ব্যাগার (অযথা শ্রম)

 ভূঁই ফোড় (হঠাৎ গজিয়ে ওঠা)

 ভিজে বিড়াল (কপটাচারী)

 ভূশন্ডির কাক (দীর্ঘজীবী)

 মগের মুল্লুক (অরাজক দেশ)

 মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন)

 মন না মতি (অস্থির মানব মন)

 মড়াকান্না (উচ্চকণ্ঠে শোক প্রকাশ)

 মাছের মায়ের পুত্রশোক (কপট বেদনাবোধ)

 মিছরির ছুরি (মুখে মধু অন্তরে বিষ)

 মুখ চুন হওয়া (লজ্জায় ম্লান হওয়া)

 মুখে দুধের গন্ধ (অতি কম বয়স)

 মুস্কিল আসান (নিষ্কৃতি)

 মেনি মুখো (লাজুক)

 মাকাল ফল (অন্তঃসারশূণ্য)

 মশা মারতে কামান দাগা (সামান্য কাজে বিরাট আয়োজন)

 মুখে ফুল চন্দন পড়া (শুভ সংবাদের জন্য ধন্যবাদ)

 মেছো হাটা (তুচ্ছ বিষয়ে মুখরিত)

 যক্ষের ধন (কৃপণের ধন)

 যমের অরুচি (যে সহজে মরে না)

 রত্নপ্রসবিনী (সুযোগ্য সন্তানের মা)

 রাঘব বোয়াল (সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি)

 রাবণের চিতা (চির অশান্তি)

 রাশভারি (গম্ভীর প্রকৃতির)

 রাই কুড়িয়ে বেল (ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ)

 রাজা উজির মারা (আড়ম্বরপূর্ণ গালগল্প)

 রাবণের গুষ্টি (বড় পরিবার)

 রায় বাঘিনী (উগ্র স্বভাবের নারী)

 রাজ যোটক (উপযুক্ত মিলন)

 রাহুর দশা (দুঃসময়)

 রুই-কাতলা (পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি)

 লেফাফা দুরস্ত (বাইরের ঠাট বজার রেখে চলেন যিনি)

 লগন চাঁদ (ভাগ্যবান)

 ললাটের লিখন (অমোঘ ভাগ্য)

 লাল পানি (মদ)

 লাল বাতি জ্বালা (দেউলিয়া হওয়া)

 লাল হয়ে যাওয়া (ধনশালী হওয়া)

 লেজে গোবরে (বিশৃঙ্খলা)

 শকুনি মামা (কুটিল ব্যক্তি)

 শাঁখের করাত (দুই দিকেই বিপদ)

 শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ)

 শিকায় ওঠা (স্থগিত)

 শিঙে ফোঁকা (মরা)



• দৃষ্টি আকর্ষ : যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ