A+ পেতে শুরু থেকে যেভাবে পড়বেন | alhadimedia 360



পরীক্ষাতে এ প্লাস পেতে হলে তোমাকে অবশ্য অনেক পরিশ্রম করতে হবে। তবে অনেক সময় ভাগ্যক্রমে অনেক ছাত্রছাত্রীরা কম পরিশ্রম করেও ভালো রেজাল্ট বয়ে আনতে সক্ষম হয়। তবে সেটা হাতেগোনা কিছু মাত্র ছাত্র- ছাত্রীদের বেলায় হয়ে থাকে। তাই তোমার যদি ইচ্ছা থাকে পরীক্ষায় ভালো ফলাফল করবে এবং গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই পোস্টটি পড়ার পর থেকেই আরো বেশি করে পড়ালেখা শুরু করে দিবে।

আরো দেখুন..

 • HSC English 2nd Paper suggestion 


পরীক্ষাতে এ প্লাস পাওয়ার জন্য কিছু স্টেপ তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। নিচের স্টেপগুলো দেয়া হলো যে গুলো অনুসরণ করে তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে।


     • পুরো বছরের প্ল্যান করুন.


     • টিচারের আগে পড়া শেষ করুন


     • ক্লাসে মনোযোগী হোন আর প্রশ্ন করুন


     • দ্রুত রিভিশন দিন


     • ভুলগুলোকে হাইলাইট করুন


    • ভুল থেকে দ্রুত শিক্ষা নিন 


     • ভুলের কারণ বের করুন


     • সিলেবাস নির্দিষ্ট করুন ও লিখে ফেলুন


     • প্রধান ঘটনাগুলোকে মার্ক করুন


তুমি কি ইংরেজি STUDENT (ছাত্র) শব্দের পূর্ণ অর্থ জানো? চলো আজ আমরা এর পূর্ণ অর্থ জেনে নিই।

  • S – Study (অধ‍্যয়ন)
  • T – Truthfulness (সত‍্যবাদিতা) / Talent (মেধা)
  • U – Unity (ঐক‍্য)
  • D – Discipline (শৃঙ্খলা)
  • E – Energy (শক্তি)
  • N – Neat and Clean (পরিষ্কার-পরিচ্ছন্নতা)
  • T – Treasure (মহামূল্যবান)

দৃষ্টি আকর্ষ :

প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। শেয়ার করে বন্ধুদেরও পড়তে সাহায্য করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ