পৃথিবীবাসী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে বাংলাদেশী বিজ্ঞানীদের অভাবনীয় আবিষ্কার
১ টেরাবাইট তথ্য পাঠাতে সময় লাগবে প্রায় এক সেকেন্ডঃ বাংলাদেশী গবেষকের আবিষ্কার
১ টেরাবাইট তথ্য পাঠাতে সময় লাগবে প্রায় এক সেকেন্ড। এও কি সম্ভব? হ্যাঁ বাংলাদেশী গবেষক মনির মোরশেদ অপটিক্যাল ফাইবার দিয়ে দ্রুত তথ্য পরিবহনের এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। অপটিক্যাল ফাইবার হল তথ্য আদান প্রদান করার একটি মাধ্যম যা আলোর মাধ্যমে তথ্য পাঠায়।
মনির মোরশেদ ননপিনিয়ারিটি পদ্ধতি ব্যবহার করে দেখান যে ৮০০ কিলোমিটার দূরে এক টেরাবাইট তথ্য পাঠাতে সময় লাগবে প্রায় এক সেকেন্ড! তার উদ্ভাবিত এই পদ্ধতির কল্যাণে ইন্টারনেট আরও দ্রুত হতে পারে। তার এই নতুন আবিষ্কার জাপানের ওইসিসি কনফারেন্সে উপস্থাপন করে ব্যাপক ফেলেছেন। বাংলাদেশের ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনির মোরশেদ ২০১১ সনে পিএইচডি করতে অস্ট্রেলিয়াতে যান।
মোনাশ বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা করছেন। মনির মোরশেদ বিজ্ঞানী ডক্ট অর্গের একজন সদস্য। তিনি বাংলাদেশের তরুণদের বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হবার জন্য আহবান করেছেন।
0 মন্তব্যসমূহ