শিক্ষাজীবন হচ্ছে নিজেকে গড়ার সব থেকে উৎকৃষ্ট সময়। কে না চায় ভালো শিক্ষার্থী হতে আমরা সবাই ভালো শিক্ষার্থী হয়ে সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু আমরা নিজেদের প্রতি পুরোপুরি আত্মবিশ্বাসী হতে পারি না। এবং অনেক সময় দেখা যায় আমরা আমাদের পুরোনো বদ অভ্যাসগুলো কাটিয়ে উঠে পড়াশুনায় মনোযোগ দিতে পারিনা। যার জন্য বারবার অন্যদের থেকে পিছিয়ে পড়ি। আর যে কারণে আমরা ভালো Student হতে পারি না ।
• দুর্বল স্মৃতিশক্তি
• সিদ্ধান্তহীনতা
• অলসতা
• টিভি, কম্পিউটার, খেলাধূলা ও গানে আসক্তি
• ক্লাসের পড়া বুঝতে না পারা
• সহজেই মনোযোগ হারিয়ে ফেলা
• ক্লাসে দিবাস্বপ্ন দেখা
• পরীক্ষাভীতি
• সহজ জিনিস ভুল করা
• বাবা-মা কর্তৃক অতিরিক্ত চাপ প্রদান ও বিশাল আশা
• পড়ার তুলনায় সময় কম
• উৎসাহের অভাব
• সহজেই হাল ছেড়ে দেয়া
• বিরক্তিকর শিক্ষক
• বিরক্তিকর বিষয়।
দৃষ্টি আকর্ষ
প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। শেয়ার করে বন্ধুদেরও পড়তে সাহায্য করুন।
0 মন্তব্যসমূহ