[১.১] |
• উটের চোখের তিনটি পাতা থাকে ।
• সমুদ্রের ৪০০ মিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না।
আরো দেখুন
• মিথ্যা ভালোবাসার গল্প - স্ত্রীকে নিয়ে গেলাম বাপের বাড়ি.......
[২.২] |
• সূর্য প্রতি মিনিটে ২৪ কোটি মেট্রিক টন হাইড্রোজেন কণাকে পুড়িয়ে ভস্ম করে।
• পৃথিবীর ৩% পানি বিশুদ্ধ, তারমধ্যে ২% পানি জমাট বরফরুপে আছে, বাকি ১% পানি আমরা ব্যবহার করে থাকি ।
• পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে, ৪ বছরের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে।
• মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি।।
• দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্তকণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
• শোয়ার ৫ মিনিটের মধ্যেই ঘুমানোর অর্থ হলো আপনার ঘুমের ঘাটতি আছে । ১০-১৫ মিনিট হলে অবশ্য তা ঠিক আছে ।
• একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
• একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
• আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
আরো দেখুন
নিশ্চিত মৃত্যু জেনেও মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে?
• বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ ভূটান।
• পৃথিবীর ভূপৃষ্ঠের মাত্র ১১% (প্রায়) খাদ্য উৎপাদনে ব্যবহার হয় ।
• প্রাচীনকালে চীনারা আত্মহত্যা করার জন্য ৫০০ গ্রাম লবণ খেত।
• সবচাইতে বড় ফুল হলো রাফ্লেশিয়া আর্নল্ড, যা ৩ ফুটের মতো ও ১৫ পাউন্ড ওজনের হয়। দুর্লভ প্রজাতির এই ফুল ইন্দোনেশিয়াতে পাওয়া যায়
• দৃষ্টি আকর্ষ
প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। শেয়ার করে বন্ধুদেরও পড়তে সাহায্য করুন।
0 মন্তব্যসমূহ