ব্যক্তিত্ব গঠনে মানুষকে কিছু চারিত্রিক গুণাবলি অর্জন করতে হয়ে। সেগুলো অর্জনে অক্ষম হলে মানুষ ব্যক্তিত্বহীন হয়ে পড়ে। তাই ব্যক্তিত্ব গঠনে আমাদের উচিত সেই চারিত্রিক গুণাবলিগুলো অর্জন করা। নিম্নে এমন কিছু চারিত্রিক গুণ তুলে ধরা হলো—
• শুনুন বেশি বলুন কম
• কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না
• কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন
• ভুল হলে তর্ক না করে সরি বলুন
• অকারনে এবং অপ্রয়োজনে হাসবেন না
• ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন
• যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না
• অজানা বিষয়ে তর্কে জড়াবেন না
• কাউকে বোঝাতে যাবেন না আপনিই শ্রেয়
• অন্যকে বলতে দিন তার কথা অগে শুনুন
• শব্দ করে খাবার খাবেন না
• রাগ হলে নিজেকে নিয়ন্ত্রন করুন
• কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন
• ছেড়া জামা জুতা পরবেন না
• সহজে কারো কাছে হাত পাতবেন না
• পারলে খাওয়ান কিন্তু দাবী করে খাবেন না
• খাবার সামনে এলে আগে অন্যকে দিন
• ছোট বড় সবাইকে সন্মান করে কথা বলুন
• মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন
• নিজেকে সব সময় ছোট ভাবুন, নম্র ,ভদ্র
দৃষ্টি আকর্ষ : যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন।
0 মন্তব্যসমূহ