২.৮ |
মৃত্যুর পর মানুষের ৯ আকাঙ্খা ও আফসোসগুলো জেনে নিই-
• "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"
-(সূরা নাবা: ৪০)
• "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"
-(সূরা ফজর:২৪)
• "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।"
-(সূরা আল-হাক্কাহ:২৫)
• "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"
-(সূরা ফুরকান:২৮ )
• "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল এর আনুগত্য করতাম।"
-(সূরা আহযাব:৬৬)
• "হায়! আমি যদি রাসূল এর পথ অবলম্বন করতাম
-(সূরা ফুরকান:২৭)
• "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"
-(সূরা আন-নিসা:৭৩)
• "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"
-(সূরা কাহফ:৪২ )
• দৃষ্টি আকর্ষ : যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন।
0 মন্তব্যসমূহ