মানুষ চিনার কিছু বৈজ্ঞানিক ট্রিক || কিভাবে মানুষকে বসে আনবেন?

 আপনার কাছে যত বেশি তথ্য থাকবে আপনি তত বেশি শক্তিশালী ।  আপনার কাছে যত বেশি অন্যের গোপন ইনফর্মেশন থাকবে আপনি তত বেশি শক্তিশালী ।  পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী দিক হচ্ছে মানুষকে কনভিন্স করা।মানুষকে কনভিন্স করতে পারার মতো শক্তি পৃথিবীতে খুবই বিরল ।  অন্যের মন জয় করা- একটি অন্যতম বিরল প্রকৃতির শক্তি।কাজেই অন্যের মন জয় করার শক্তি অর্জন করুন ।

  আত্মনির্ভরশীল হওয়া- নিজেকে সবল এবং শক্তিশালী করার জন্য খুবই প্রয়োজন ।  সামাজিক নেটওয়ার্কিং এবং সাংগঠনিক দক্ষতা এক্ষেত্রে খুবই প্রয়োজন ।  নিজেকে অত্যন্ত সবল এবং শক্তিশালী করতে হলে আপনাকে একজন সুবক্তা হতে হবে । একজন দক্ষ বক্তা যে কোন পরিস্থিতি বদলে দিতে পারে ।  নিজের শক্তিশালী এবং দুর্বল দিক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে ।

ট্রিক--১

কোন মেয়ের জীবনের কালো অধ্যায় গুলো জানতে হলে,প্রথমে তার বেস্ট বান্ধুবী কে খুঁজে বের করুন।এবং সেই মেয়ের নামে প্রশংসা করুন

দেখবেন সেই বান্ধুবী অনবরত তার কালো অধ্যায় গুলো বলা শুরু করবে

ট্রিক--২

কাউকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইলে সব সময় তার টপিক নিয়ে কথা বলবেন।নিজের কোন টপিক তুলবেন না কথার মধ্যে।

উদাহরণ, 

কেউ যদি আপনাকে বলে,তার বাবা অনেক বড় ব্যাবসায়ী।

আপনি কি উত্তর দেবেন?

সাধারণত আমরা উত্তর দেই,আমার বাবাও এই করে সেই করে।নিজের প্রসঙ্গ টেনে আনি।এটা না করে আপনি তার টপিকেই থাকবেন।

যেমন তাকে এর জবাবে বলুন→

ও আচ্ছা তাই নাকি?

কিসের ব্যাবসা করে?

আচ্ছা এই ব্যাবসার ফিউচার অনেক ভালো।

আরে তোমরা তো অনেক রিচ ফ্যামিলি। 

ইত্যাদি ইত্যাদি। 

মানে আপনার টার্গেট থাকবে সে যেন তার ব্যাপারে আপনাকে বলতে থাকে।আর আপনি আগ্রহ ভরে তার কথা শুনতে থাকুন।

এতে করে সে আপনাকে পছন্দ করা শুরু করবে।এবং আপনাকে অনেক গুরুত্ব দেবে।একটু একটু করে আপনার প্রতি দূর্বল হয়ে পরবে।

এটা ম্যাজিক এর মত কাজ করে


কিভাবে মানুষকে বসে আনবেন?

ট্রিক--৩

কারো সাথে তর্ক করবেন না।

আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখুন তো কোন মানুষটার সাথে আপনার সম্পর্ক সব চেয়ে খারাপ?খুঁজে পাবেন সে আপনার সাথে কারণে অকারণে তর্ক করে।তর্ক এতই বেশি খারাপ যে,যারা আমাদের সাথে তর্ক করে তাদের কথা আমাদের মনে পড়লেও আমাদের পেইন লাগা শুরু হয়।

ঠিক তেমনি আপনি যখন কারো সাথে তর্ক করেন তখন সেও আপনাকে একটা পেইন এবং উজবুক মনে করবে।

বিশেষ করে বয়স্ক এবং সিনিয়র কারো সাথে কখনই তর্ক করবেন না।আপনি যদি ঠিক ও হন,আপনার কথায় যুক্তি যদি থাকে তাও চুপ করে থাকুন।আপনাকে কাউকে জ্ঞান দিতে বলা হয় নি।আমরা সবাইকে জ্ঞান দিতে গিয়ে তর্ক শুরু করি।আপনাকে কেউ কোন কিছু প্রমাণ করতে বলে নি।সুতরাং চুপচাপ নিজের কাজ করুন।যখন আপনি তর্ক বন্ধ করে দেবেন আপনার চারপাশের লোক আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাবে।

তাই কেউ যদি ভুলভাল কোন কথাও বলে হেসে উড়িয়ে দিন।

উদাহরণ : রোলান্দোর চেয়ে মেসি অনেক ভালো খেলয়া,এই সেই।

আপনি মেনে নিন।ভাই আপনার এত কি দরকার তার সাথে তর্ক করে?আপনি কি ৫ টা টাকা পাবেন?

শুধুশুধু তার মনে আপনার জন্য ঘৃণা কিংবা বাজে ইম্প্রেশন কেন তৈরী করবেন?

আপনি তাকে বসে আনতে চাইলে চুপ চাপ তার কথা মেনে নিন।এতে তো আর দুনিয়া উল্টায় যাবে না।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ