অনুপ্রেরণা আপনার চলার পথে_alhadimedia360°


Inspiration


বিসমিল্লাহির রাহমানির রাহিম,  তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না. চুপচাপ অপেক্ষা করো. সময় সবকিছুর জবাব দিয়ে যাবে. বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলো. কারণ তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য বাহ্যিক চেহারা দেখে খনো কাউকে বিচার করা ঠিক নয়. হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে. 

মুখোশ পরে চলছে সবাই ও নকল হাসি. পরের থেকেও আপন মানুষ জখম করে বেশি. কার উপর বিশ্বাস রাখবে মানুষের উপর সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর. সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য কিন্তু মানুষ ছোবল মারে আনন্দ পেতে মজা লুটতে. প্রশংসা করুন প্রশংসিত হবেন. সম্মান করুন সম্মানিত হবেন. অন্যের দোষ ঢাকুন. নিজের দোষ গোপন থাকবে. 

সত্য কথাগুলো কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না. ন্যায়পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবেন না. ক্ষমা করতে শিখুন. হৃদয় জয় করতে পারবেন. ভালোবাসতে শিখুন. ভালোবাসা পাবেন. কে ঠকিয়ে দুই দিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যে দিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে নিজের বাড়ি ভালো হোক কিংবা ভাঙ্গা হোক নিজের বাড়ির মতো শান্তি কোন রাজ বসাতেও পাওয়া যায় না. কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য. আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য. 

ক্রোধ মানুষের ধৈর্যটাকে নষ্ট করে. ঈর্ষা মানুষের বিবেককে পলবিতো করে. আর মিথ্যা মানুষকে তার ধ্বংসের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়. সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি. কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে, সুতরাং সঠিক জিনিস সব সময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন. মানুষ যখন কোন কারণে কারো দ্বারা কষ্ট পায় ঠিক সেই সময় সে নিষ্ঠুর হতে শেখে. মানুষের জীবনে কষ্টই হল নিষ্ঠুর হবার অন্যতম কারণ. 

কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে. আর কেউ এতটাও গরীব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছো কিন্তু মনে রেখো গাছেরাও প্রতিবছর পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভদিনের য়ে দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে.


Confidence


আত্মবিশ্বাস এটা না যে আমিই সবার থেকে বেস্ট. আত্মবিশ্বাস হলো এটা যে আমার নিজের তুলনা দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে করার কোনো প্রয়োজন নেই. আমি না কারোর উপরে না কারোর নীচে আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি নিজে এটাই হলো আত্মবিশ্বাস যখন তোমার মাইন্ড সেট এরকম হয়ে যায় যেখানে কারো সাথে কোনো তুলনা নেই যেখানে তুমি অন্যের ভালো লাগার না নিজের ভালো লাগার কাজ গুলো করো সেটাই হলো আত্মবিশ্বাস  

ধন্যবাদ সবাইকে. মূল্যবান সময় দিয়ে মূল্যবান কথাগুলো পড়ার জন্য


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ