সবচেয়ে আকর্ষণীয় এবং অজানা তথ্য কি?


অজানা তথ্য জানতে পারবেন
২.১


 • একটি ছোট্ট হৃৎপিন্ডের ক্ষমতা সম্বন্ধে একটি তথ্য দিই— একটি হৃৎপিন্ড এর পাম্পিং ক্যাপাসিটি এতটাই যে তা রক্তকে প্রায় তিন তলা বাড়ীর ছাদ পর্যন্ত পাম্প করে উপরে তুলতে পারে।

 

• বিশ্বের সবচেয়ে বড় দেশ- রাশিয়া

• বিশ্বের সবচেয়ে ছোট দেশ- ভ্যাটিক্যান সিটি

• বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ- ইন্দোনেশিয়া।

• বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার।

• বিশ্বের সবচেয়ে গরিব দেশ- কঙ্গো।

• বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্র- আমেরিকা।

• সবচেয়ে বেশি সেনাবাহিনী আছে- চীন।

• সবচেয়ে বেশি পরমাণবিক চুল্লি আছে- রাশিয়া ।

• সবচেয়ে বেশি ঋণ খেলাপি দেশ- আর্জেন্টিনা।

• সবচেয়ে বেশি সোনা আমদানিকারক দেশ- ভারত।

• সবচেয়ে বেশি ঘুষ দেয় (ঘুষদাতা)- ভারত।

• ধুমপান মুক্ত দেশ (৯৯%)- নেপাল। 

• সবচেয়ে বেশি ধুমপায়ীর দেশ - চীন ।



• একমাত্র পিঁপড়েই কোনোদিন ঘুমায় না।


• প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি দৈনিক ১৮ ঘণ্টা ঘুমায় বিড়াল।


• অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।


• সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায়।


• একজন মানুষের শরীরের যত শিরা-ধমনী আছে সেগুলিকে যদি পর পর একটির পর একটির জোড়া দিই কতটা দৈর্ঘ্য হবে সে সমন্ধে আন্দাজ করতে পারছেন কি? এর দৈর্ঘ্য হবে ৬২০০০ মাইল। অর্থাৎ একতা মানুষের দেহের সব শিরা ধমনীকে জোড়া দিয়ে দিয়ে একতা আস্ত পৃথিবীকে প্রায় আড়াই পাক দিয়ে দেওয়া যাবে।


• আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর ।


• কোলগেট পেস্ট একটি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড। বিশ্বে বহু দেশে এদের দারুন বাজার। কিন্ত স্পেন ভাষা ভাষীয় দেশগুলিতে মার্কেটিং করতে গিয়ে কোলগেট কম্পানীকে সবথেকে বেশী হোঁচোট খেতে হয়। কারন ? কারণ COLGATE শব্দটির স্পেনীয় অনুবাদ করলে দাঁড়ায়- Go Hang Yourself!.




দৃষ্টি আকর্ষ : যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ