H.b |
প্রশ্ন ১। প্রকৃত আরোহ কত প্রকার ?
উত্তর: প্রকৃত আরোহ তিন প্রকার
প্রশ্ন ২। প্রকৃত আরোহ কী?
উত্তর: যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাই হলো প্রকৃত আরোহ।
প্রশ্ন ৩। আরোহ কী ?
উত্তর : বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে আরোহ বলে।
প্রশ্ন ৪। অ-প্রকৃত আরোহ কত প্রকার?
উত্তর : অ-প্রকৃত আরোহ তিন প্রকার।
প্রশ্ন ৫। প্রকৃত অনুমান কী?
উত্তর : যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে।
প্রশ্ন ৬। অপ্রকৃত আরোহ কী?
উত্তর: যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে ।
প্রশ্ন ৭। সাদৃশ্যমূলক অনুমান কী?
উত্তর : যে আরোহ অনুমানে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যমূলক অনুমান বলে ।
প্রশ্ন ৮। কার্যকারণ নিয়ম কী?
উত্তর : জগতের প্রতিটি কার্যের কারণ আছে এবং কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান- এমন নীতিকে কার্যকারণ নীতি বলে।
প্রশ্ন ৯। বৈজ্ঞানিক আরোহের মৌলিক নিয়ম কয়টি?
উত্তর : বৈজ্ঞানিক আরোহের মৌলিক নিয়ম দুটি ।
প্রশ্ন ১০। সাদৃশ্যমূলক অনুমান কত প্রকার?
উত্তর : সাদৃশ্যমূলক অনুমান দুই প্রকার ।
প্রশ্ন ১১। বৈজ্ঞানিক আরোহ কী?
উত্তর : প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে।
প্রশ্ন ১২। অবৈজ্ঞানিক আরোহ কী?
উত্তর : যে আরোহে কার্যকারণ সম্পর্ক ব্যতীত অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে।
প্রশ্ন ১৩। সাধু সাদৃশ্যানুমান কী?
উত্তর: যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে ।
প্রশ্ন ১৪। পূর্ণাঙ্গ আরোহ কী?
উত্তর: যে আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে।
প্রশ্ন ১৫। যুক্তিসাম্যমূলক আরোহ কী?
উত্তর : যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে সমজাতীয় অন্যান্য দৃষ্টান্তকেও প্রমাণ করা যায় এরূপ যুক্তিপ্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে।
প্রশ্ন ১৬। আরোহের মূল বৈশিষ্ট্য কোনটি ?
উত্তর : আরোহের মূল বৈশিষ্ট্য হলো আরোহাত্নক উল্লম্ফন।
প্রশ্ন ১৭। আরোহাত্মক উল্লম্ফন কী?
উত্তর : আরোহাত্মক উল্লম্ফন বলতে আরোহের মৌলিক বৈশিষ্ট্যকে বোঝায় যার মাধ্যমে আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়।
প্রশ্ন ১৮। বর্ণনামূলক প্রকল্প কী?
উত্তর : যে প্রকল্পের উদ্দেশ্য কোনো কারণ আবিষ্কার করা নয়; বরং কোনো কারণ কীভাবে কাজ করে তার বর্ণনা দেওয়া তাকে বর্ণনামূলক প্রকল্প বলে ।
প্রশ্ন ১৯। দ্বিকোটিক বিভাগের অর্থ কী?
উত্তর : দ্বিকোটিক বিভাগের অর্থ দুইভাগে ভাগ করা হয়েছে।
প্রশ্ন ২০ । অপ্রকৃত আরোহ কত প্রকার ও কী কী
উত্তর : অপ্রকৃত আরোহ তিন প্রকার। যথা— ১. পূর্ণাঙ্গ আরোহ, ২. যুক্তিসাম্যমূলক আরোহ এবং ৩. ঘটনা সংযোজন ।
প্রশ্ন ২১ । প্রকৃত আরোহ কত প্রকার ও কী কী ?
উত্তর : প্রকৃত আরোহ তিন প্রকার। যথা— ১. বৈজ্ঞানিক আরোহ, ২. অবৈজ্ঞানিক আরোহ এবং ৩. সাদৃশ্যানুমান ।
প্রশ্ন ২২। ঘটনা সংযোজনকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তর : ঘটনা সংযোজনকে ইংরেজিতে বলে Colligation of Facts
প্রশ্ন ২৩। ঘটনা সংযোজন কাকে বলে?
উত্তর : কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা মনে মনে একসাথে সংযোজিত করার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে ।
0 মন্তব্যসমূহ