এইচএসসি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় - WiMax গুরুত্বপূর্ণ তথ্য

  


 ওয়াই ম্যাক্স

WiMax হলো Worldwide Interoperability for Microwave Access এর পূর্ণরূপ। প্রচলিত DSL (Digital Subscriber Line) এবং ক্যাবল ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা প্রদানকারী দ্রুতগতির সর্বাধুনিক প্রযুক্তি। এটি হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) ব্যবস্থা এবং এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16 ।


 WiMAX সিস্টেমের প্রধান অংশ দুটি। একটি হলো WiMAX বেজ স্টেশন, যা ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত এবং অপরটি হলো এন্টিনাসহ WiMAX রিসিভার, যা কোন কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে। একটি WiMAX বেজ স্টেশন 10 কি.মি. থেকে 60 কি.মি. পর্যন্ত ব্রডব্যান্ড অ্যাকসেস সুবিধা দিতে পারে। এর ডেটা ট্রান্সফার রেট 30 Mbps থেকে 40Mbps পর্যন্ত কিন্তু স্থির ডিভাইসে 1Gbps হতে পারে। এটি দ্রুতগতি ইন্টারনেট সুবিধার পাশাপাশি টেলিফোন সার্ভিস, ডেটা ট্রান্সফারিং, ভিডিও স্ট্রিমিং ইত্যাদি মাল্টিফাংশানাল সুবিধা প্রদান করে।


ওয়াই ম্যাক্স (WiMax) এর সুবিধা


ক্যাবল ও ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনের (DSL) পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা প্রদান করে।

বিভিন্ন ধরণের ডিভাইসের মাধ্যমে গ্রাম, শহর ও প্রত্যন্ত অঞ্চলে পোর্টেবল মোবাইল ব্রডব্যান্ড সংযোগ প্রদান করে।

 ডেটা ট্রান্সফার রেট 30 Mbps থেকে 40 Mbps পর্যন্ত কিন্তু স্থির ডিভাইসে 1Gbps পর্যন্ত হতে পারে।

 প্রতিটি বেজ স্টেশন একই সাথে শতাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।

প্রতিটি বেজ স্টেশনের কভারেজ এরিয়া ১০ থেকে ৬০ কি.মি. পর্যনত হয়ে থাকে।

 ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়।

অপেক্ষাকৃত অধিক মানসম্মত ও অধিক নিরাপত্তা সবিধাসংবলিত ওয়্যারলেস প্রটোকল ।

ডেটা আদান-প্রদান, টেলিযোগাযোগ (Voice Over Internet Protocol VOIP) এবং আইপি টিভি সার্ভিস (ট্রিপল প্লে) ইত্যাদি টফাংশনের সুবিধা পাওয়া যায়। মাজিফাংশনের

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


ওয়াই ম্যাক্স (WiMax) এর অসুবিধা


অধিক ব্যয়বহুল ।

অন্যান্য নেটওয়ার্কের তুলনায় রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে বেশি।

দূরত্ব বেশি হলে একাধিক বেজ স্টেশনের প্রয়োজন হয়। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিগন্যাল সমস্যা দেখা দেয়।

 নির্দিষ্ট এলাকায় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেলে ব্যান্ডউইথ কমে যায় ।

অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভের তুলনায় ডেটা ট্রান্সফার রেট কম ।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ