বিশ্বের ইতিহাস ও সভ্যতা - সাধারণ জ্ঞান



 আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি? 

উত্তর: আগুন। 

 সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করেন কে?

উত্তর: ব্যাবিলনীয়রা 

সাত দিনে সপ্তাহ কারা গণনা শুরু করেন?

উত্তর : ক্যালেডীয়রা

 বারো মাসে এক বছর ৩০ দিনে মাস এই গণনার রীতি কারা করেছে?

উত্তর: মিশরীয়রা

  পৃথিবীর মানচিত্র প্রথম ধারা কে অংকন করেছেন?

উত্তরঃ গ্রিক বিজ্ঞানীরা 

  পালতোলা জাহাজ আবিষ্কার করেন কারা?

উত্তরঃ মিশরীয়রা 

৩৬৫ দিনে বছর এই হিসাবের আবিষ্কারক কারা?

উত্তরঃ মিশরীয়রা

 পৃথিবীর প্রাচীনতম ভাষা কি? 

উত্তরঃ হিব্রু 

  হিব্রুদের সবচেয়ে বড় অবদান কি? 

উত্তরঃ ধর্মের ক্ষেত্রে 

 চীনের রাজাদের কি বলা হত? 

উত্তরঃ Son of God

 প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয়? 

উত্তরঃ এশিয়া মাইনরে

ইতিহাসের প্রথম মহিলা শাসক কে ছিলেন? 

উত্তরঃ Hatshepsul (১৪৭৩-১৪৫৮)

 ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণতা কে? 

উত্তরঃ হাম্বুরাবি 

 কোন সভ্যতায় প্রথম চাকার ব্যবহার প্রচলন হয়? 

উত্তরঃ সুমেরীয়

 ক্যালেডীয়দের প্রধান দেবতার নাম কি? 

উত্তরঃ জুপিটার

 প্রাচীন রোম কি পেশায় নির্ভর ছিল? 

উত্তরঃ কৃষি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ