রোজা মাকরূহের কারণ ও রোজা মাকরূহ না হওয়ার কারণ | alhadimedia 360




 রোজা মাকরূহের কারণ

১।কোন জিনিসের স্বাদ গ্রহণ করিলে ।

 ২। গীবত করিলে। ৩। কিছু চর্বণ করিলে ।

 ৪। রোযা রাখিয়াছে বলিয়া একেবারে নীরব থাকিলে। 

৫। বিনা প্রয়োজনে বারবার কুলি করিলে।

 ৬। বিনা প্রয়োজনে নাকে পানি দিলে ।

 ৭। হামেশা গালাগালি করিলে।

 ৮। টুথপেষ্ট বা পাউডার দ্বারা দাঁত মাজিলে ।

 ৯। পানিতে নামিয়া বায়ু ছাড়িলে

 ১০। ইচ্ছা করিয়া বমি করিলে। 

১১। মিথ্যা বলিলে ।

 ১২ । শাহাওয়াতে আলিঙ্গন করিলে।

 ১৩।ভিজা কাপড় শরীরে জড়াইয়া রাখিলে । 


রোজা মাকরূহ না হওয়ার কারণ : 


১। যৌনবস্তু নির্গত হইলে ।

২। ভুলে কিছু খাইয়া ফেলিলে । 

৩ । শরীরে তৈল লাগইলে । 

৪। ধূলাবালি গলায় প্রবেশ করিলে ।

৫ । স্বপ্নদোষ হলে । 

৬। সুগন্ধি লাগাইলে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ