রোজা সম্পর্কে মাসআলা
রমজানের চাঁদ দেখা : রমজানের নতুন চাঁদ আকাশে মেঘের কারণে দৃষ্টিগোচর না হলে একজন পরহেযগার পুরুষ অথবা একজন স্ত্রী লোক চাঁদ দেখেছে সাক্ষ্য প্রদান করিলে তাহা গ্রহণীয় হবে।
কিন্তু ঈদের চাঁদ দেখাতে এরূপ সন্দেহ উপস্থিত হলে যত বড় পরহেযগারই হউক না কেন, এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণীয় হবে না, বরং দুই জন পরহেযগার পুরুষ অথবা একজন পরহেযগার পুরুষ ও দুই জন পরহেযগার স্ত্রীলোকের সাক্ষ্য প্রয়োজন হবে।
(হেদায়া) ।
কারা রোজা না রাখার অনুমতি আছে :
(১) ভ্রমণ বা সফর অবস্থায়- ভ্রমণ খুব আরামের হলেও অন্য সময় রাখিতে পারে।
(২) রোগাক্রান্ত অবস্থায় বা রোগ বাড়িয়া যাওয়ার আশংকা হলে ।
(৩) গর্ভবতী ও দুগ্ধদায়িনী মাতার বা সন্তানের
ভীষণ ক্ষতি হওয়ার আশংকা হলে ।
(৪) হায়েয ও নেফাস অবস্থায় রোজা ও নামায না রাখলে ও না পড়লে সমস্যা হয় না । কিন্তু এই দুই অবস্থায় রোজা পরে কাযা আদায় করতে হয় ।
অতিরিক্ত বৃদ্ধ ও দীর্ঘ মেয়াদী রোগী
এরা ফরজ রোজা ও ছাড়িয়া দিতে পারে। তাদের জন্য ফিদিয়া বা একটি রোজার জন্য পৌনে দুই সের গম গরীবকে দিতে হবে । মৃত ব্যক্তির ঐরূপ নামায রোযা থাকলে ওয়ারিশদের উহা আদায় করা ওয়াজিব। সুস্থ্য হলে রোজা কাযা আদায় করিতে হবে।
0 মন্তব্যসমূহ