প্রবাদ বাক্য বাংলা টু ইংলিশ - পর্ব - ৩



• যারে দেখতে নারি তার চলন বাকা-Faults are thick where love is thin.


• এ বিষয়ে মতভেদ আছে--Opinions differ on this subject.


• আমার ঠান্ডা লেগেছে-- I have caught a cold.


• নিজের চরকায় তেল দাও--Oil your own machine.


• অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে-- Every shoe fits not foot


• পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বরভক্তির একটি ধাপ-- Cleanliness is next of godliness.



• এক হাতে তালি বাজে না-I takes two to make a quarrel.


• এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার অশ্রয় নিতে হয়- One lie leads to another.


• একাই একশ- A host in himself.


• একূল ওকূল দুকূল গেল- To fallen between two stools.


• এক মাঘে শীত যায় না- One swallow does not make a summer.


• এক মুখে দুরকম কথা-To blow hot and cold in the same breath.


• কই মাছের প্রাণ বড় শক্ত- A cat has nine lives.


• কষ্ট না করলে কেষ্ট মেলে না-No pains no gains.


• কয়লা ধুলেও ময়লা যায় না-Black will take no other hue.


• অভাবে স্বভাব নষ্ট- Necessity knows no law.


• অতি চালাকের গলায় দড়ি- Too much cunning overreaches itself.


• অতি লোভে তাঁতি নষ্ট- To kill the goose that lays golden eggs./ All covet, all lost.


• অতি ভক্তি চোরের লক্ষণ- Too much courtesy, full of craft.


• অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- Too many cooks spoil the broth.


• অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু/বিপদেই বন্ধুর পরিচয় -- A friend in need is a friend indeed.


• অল্প বিদ্যা ভয়ংকরী- A little learning is a dangerous thing.


• অপচয়ে অভাব ঘটে-Waste not, want not.


• অন্ধকারে ঢিল মারা-Beat about the bush.


• অন্ধের কিবা রাত্রি কিবা দিন-Day and night are alike to a blind man.


• অপ্রিয় সত্য কথা বলতে নেই- Do not speak an unpleasant truth.


• অরণ্যে রোদন/বৃথা চেষ্টা- Crying in the wilderness.


• অর্থই অনর্থের মূল-Money is the root cause of all unhappiness.


• অহংকার পতনের মূল-Pride goeth before destruction.


• অহিংসা পরম ধর্ম-Love is the best virtue.


• অসারের গর্জন তর্জন সার/খালি কলসি বাজে বেশি-An empty vessel sounds much.


• আকাশ কুসুম কল্পনা-Build castles in the air.


• আগাছার বাড় বেশি-All weeds grow apace.


• আগে ঘর, তবে তো পর-Charity begins at home.

 • আঠারো মাসে বছর-Tardiness.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ