কেমন হবে বিচার দিবস ? - কেমন হবে হাশরের মাঠ

 


• সেদিন সকলে একত্রিত হবে

(সূরা আন-আম২২)


• দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়।

(মিশকাত ৫২৯৮)


• মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।

(বিখারী --মুসলিম)


• কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।

(মিশকাত ৫৩০২)


• প্রতি হাজারে ৯৯৯জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।

(বুখারী ৪৭৪১)


• ঐ দিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পোঁছাবে।

(বুখারী)


• সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।

(বুখারী--মুসলিম)

• দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহকে সিজদাহ্ দিতে পারবে না।

(সূরা কালাম ৪২--৪৩)


• মুমিনদের হিসাব হবে মুখোমুখি।

(মিশকাত)


• যার হিসাব পুংখানুপুংখ যাচাই করা হবে সে ধ্বংস হবে।

(মিশকাত ৫৩১৫)


• ঐ দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।

(সূরা ইয়াসিন ৬৫)


• হাত,পা,কান,চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে

(সূরা নূর ২৪)


 • সে দিনের সময়সীমা হলো ৫০হাজার বছরের সমান।

(মুসলিম--মিশকাত ১৭৭৩)


• তবে ঐ দিন মুমিনদের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময় ন্যায় মনে হবে।

(বাইহাকি--মিশকাত ৫৫৬৩)


আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক , ( আমিন )

 

• দৃষ্টি আকর্ষ : যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ