জানা অজানা তথ্য - বিমানের রং সাদা হয় কেন ?


••  অস্ট্রেলিয়া দেশটির কথা শুনলেই আমাদের কল্পনায় চলে আসে ক্যাঙ্গারুর ছবি অথবা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম ।

 কিন্তু অনেকের অজানা একটি তথ্য হল অস্ট্রেলিয়া দেশটিতে প্রায় ১২,০০০ সমুদ্র সৈকত রয়েছে । আপনি যদি প্রতিদিন ১ টি করে সমুদ্র সৈকত দেখতে যান , তাহলে সবগুলো দেখতে আপনার কমপক্ষে ৩২ বছর সময় লাগবে ।



•• Man vs. Wild অনুষ্ঠানটি দেখেনি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে ৷ ২০০৬ সালে শুরু হয়ে ২০১১ সালে শেষ হওয়া এই অনুষ্ঠানটির ৭ টি সিজনে ৭৩ টি এপিসোড শুট করা হয়

 যেখানে সাধারণ মানুষ এবং সেলিব্রেটিদের নিয়ে অভিযানে যান অনুষ্ঠানটির উপস্থাপক Bear Grylls | বর্তমানে সারা বিশ্বের প্রায় ৮০০ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১২০ কোটি মানুষই এই অনুষ্ঠান দেখে থাকে ৷


•• হোটেলের বিছানা , বালিশ সাদা হয় কেন ? বিজ্ঞান অনুসারে , সাদা রং আলোর প্রতিফলন ঘটায় । এতে রুম আরও উজ্জ্বল দেখায় । অনেকে সাদা রং বিলাসিতার প্রতীক বলে মনে করেন । তাই হোটেল রুমের বিছানায় সাদা চাদর ব্যবহার করা হয় ।



•• বিমানের রং সাদা হয় কেন ? একটু ভাবলে অবাক লাগবে , বিমানের রং সাদা করার সঙ্গে গরমকালে সাদা কাপড় পরার একটা যোগ রয়েছে । 

কেননা , অন্যান্য রং এর তুলনায় সাদা রং তাপ কম শোষণ করে এবং আলো বেশি প্রতিফলন করতে পারে । ফলে যখন সাদা রংয়ের বিমানের ওপর সূর্যের আলো পড়ে তখন তার অধিকাংশই প্রতিফলিত হয়ে যায় । তাই বিমানসহ প্রায় সব আকাশ যানের রং সাধারণত সাদা হয় ।

 আর বিমানের বড়ির ভেতরের দিকে তাপ অপরিবাহী পদার্থ থাকে । তাই যেটুকু তাপ শোষণ করে তা বিমানের ভেতরে প্রবেশ করতে পারে না ।


" ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ✓




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ