মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
উওরঃ বরের বাবা
খালেদ ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী নাম কি?
উওরঃ তানু বিবি
"কলমা জানো ভাই"? - মজিদ প্রশ্নটি কাকে বলেছে?
উওরঃ দুদু মিঞাকে
রহিমার পেটে কয়টি প্যাঁচ?
উওরঃ চৌদ্দটি
নিরাক পড়া শব্দের অর্থ কি?
উওরঃ বাতাসহীন স্তব্ধ গুমোট হাওয়া
হুড়কা- শব্দের অর্থ কি?
উওরঃ খিল
"মরা মানুষ জিন্দা হয় ক্যামনে" উক্তিটি কার?
উওরঃ মজিদ
লালসালু কত সালে প্রকাশিত হয়?
উওরঃ ১৯৪৮
কার উক্তিটি দুই দিক কাটে?
উওরঃ মজিদ
" তোমার দাড়ি কই মিয়া" উক্তিটি কার?
উওরঃ মজিদের
আমেনা বিবি কোন দিন রোজা রাখে?
উওরঃ শুক্রবার
আমেনা বিবির সতীনের নাম কি?
উওরঃ তানু বিবি
নলি কি?
উওরঃ জাহাজে চড়ার অনুমতিপত্র
দীর্ঘ রেলগাড়িটি দেখতে কেমন?
উওরঃ অজগরের মত
জমিলা অত্যন্ত মনোযোগ সহকারে কি কাটে?
উওরঃ সিথিঁ
আক্কাশ কে?
উওরঃ মহব্বতনগর গ্রামের মোদাচ্ছের মিঞার ছেলে
মজিদ কোন অন্ঞ্জলের মানুষ?
উওরঃ নোয়াখালী
মজিদের শক্তির উৎস কী?
উওরঃ মাজার
কার মনে ভয় ছিল, সন্দেহও ছিল?
উওরঃ মজিদের
মাজার ঘরে কটি মোমবাতি ছিল?
উওরঃ দু'টি
কোনটি খোদা তায়ালার অপ্রিয়?
উওরঃ বেদাতি কোনো কিছু
"ওটা ছিল তার সুখের নিশান" ওটা কি?
উওরঃ তালগাছ
তমিস্রা কি?
উওরঃ অন্ধকার
সৈয়দ ওয়ালীউল্লাহর সহধর্মিনীর নাম কি?
উওরঃ 'অ্যান মারি থিবো'
লালসালু উপন্যাসের ইংরেজি নাম কি?
উওরঃ Tree without Roots
তাহের কাদেরের কনিষ্ঠ ভাইয়ের নাম কি?
উওরঃ রতন
করিমগন্ঞ্জ হাসপাতালে ব্যাথায় কে গোঙায়?
উওরঃ কালুমিয়া
কে গ্রামের মেয়েদের দুঃখের কথা শোনে?
উওরঃ রহিমা
গ্রামের মহিলাদের সঙ্গে মজিদের যোগসূত্র কে?
উওরঃ রহিমা
খোদার কালামের সাহায্যে যা জানা যায় তা কীসের মতো সাফ?
উওরঃ সূর্যের রোশনাইয়ের মতো
0 মন্তব্যসমূহ