বাংলা ১ ম পত্র তাহারেই মনে পড়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

 


তাহারেই মনে পড়ে সুফিয়া কামাল ( ১৯১১-১৯৯৯ )


কবি পরিচিতি : 

• কবি : সুফিয়া কামাল । 

• জীবনকাল : ১৯১১-১৯৯৯ 

• জন্ম তারিখ : ২০ জন ।

 • মৃত্যু তারিখ : ২০ নভেম্ব 

• জন্ম স্থান : বরিশাল । 

• পিতৃনিবাস : কুমিল্লা । 

• স্বামী : সৈয়দ নেহাল হোসেন ( মৃত্যু ১৯৩২ )  

• পিতা : সৈয়দ আবদুল বারী ।

 • মাতা : সাবেরা বেগম ।

 • পুরস্কার : বাংলা একাডেমি পুরস্কার । একুশে পদক 

• গ্রন্থ : সাঁঝের মায়া , মায়া কাজল , কেয়ার কাঁটা , উদাত্ত পৃথিবী ।


• " অলখ " শব্দের অর্থ - অলক্ষ , দৃষ্টি অগোচরে । 


• বসন্ত আসা সত্ত্বেও কবি নতুন ফুলে সাজাননি - তার ঘর । 


• কোন ঋতুকে " ঋতুরাজ " বলা হয় - বসন্ত


 • সমীর ' শব্দের অর্থ - বাতাস । 


=>  প্রশ্নাবলী :

 প্রশ্ন : কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি - কার কথা বলা হয়েছে ?

 উত্তর : কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি - চরণটির মাধ্যমে বিরহকাতর কবির কথা বলা হয়েছে । 

 প্রশ্ন : তাহারেই পড়ে মনে কবিতাটি কোন ছন্দে লেখা ? 

উত্তর : তাহারেই পড়ে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে 

প্রশ্ন : মাঘের সন্ন্যাসী কোথঅয় চলে গিয়েছে ? 

 উত্তর : মাঘের সন্ন্যাসী পুস্পশূন্য দিগন্তের পথে চলে গেছে ।

  প্রশ্ন : তাহারেই পড়ে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

 উত্তর : তাহারেই পড়ে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায় । 

প্রশ্ন : তাহারেই পড়ে মনে কোন পত্রিকায় প্রকাশিত হয় ? 

উত্তর :  মাসিক মোহাম্মদী পত্রিকায় 

প্রশ্ন : কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন ? 

উত্তর : কবি সুফিয়া কামাল বরিশালে জন্মগ্রহণ করেন । 

প্রশ্ন : কুহেলি শব্দের অর্থ কী ? 

উত্তর : কুহেলি শব্দের অর্থ কুয়াশা । 

 প্রশ্ন : তাহারেই পড়ে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে ?

 উত্তর : তাহারেই পড়ে মনে কবিতাটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়েছে

 প্রশ্ন : ঋতুর রাজন কী লাভ করেনি বলে কবির জিজ্ঞাসা ?

 উত্তর : ঋতুর রাজন পুষ্পরতি লাভ করেছে কিনা এটাই কবির জিজ্ঞাসা ।

  প্রশ্ন : মাধবী শব্দের অর্থ কী ?

 উত্তর : মাধবী শব্দের অর্থ বাসন্তী লতা

  প্রশ্ন : তাহারেই পড়ে মনে কবিতায় কতটি চরণ রয়েছে ? 

উত্তর : তাহারেই পড়ে মনে কবিতায় ত্রিশটি চরণ রয়েছে ।

  প্রশ্ন : ইতল বিতল কোন ধরনের রং রয়েছে । 

উত্তর : ইতল বিতল হলো শিশুসাহিত্য । 

  প্রশ্ন : কবি সুফিয়া কামাল কী সম্ভাষণে ভূষিত হয়েছেন ? 

উত্তর : কবি সুফিয়া কামাল জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন । 

 প্রশ্ন : কুঁড়ি শব্দের অর্থ কী ?

 উত্তর : কুঁড়ি শব্দের অর্থ মুকুল বা অফোটা ফুল । 

 প্রশ্ন : সৈয়দ নেহাল হোসেন কত সালে মৃত্যুবরণ করন ? 

উত্তর : সৈয়দ নেহাল হোসেন ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ