এখন আমাদের সমাজে শিক্ষিত বেশি || বড়পীর আব্দুল কাদের

 


এখন আমাদের সমাজে শিক্ষিত বেশি তাই যে বিষয় আমরা বুঝি না, সে বিষয়ে মন্তব্য করে পান্ডিত্য দেখাতে চাই।

কথাগুলো সবার হয়তো ভাল লাগবে না,

মারেফতের ম বুঝে না,শরীয়তের শ বুঝে না, তবু্ও ফতোয়াবাজি করে এই সমাজের অনেক জ্ঞানী মানুষ। তাই বড়পীর (রঃ) একদিন তার অনুসারীদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য এক স্থানে উপস্থিত হলেন কিন্তু তিনি রাবেয়া বসরী (রঃ)- কে সেখানে দেখতে পেলেন না, বড়পীর বক্তব্য না দিয়ে চুপ থাকলেন, সবাই অবাক হয়ে বড়পীরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বক্তব্য দিবেন না,প্রতুত্তরে বড়পীর বললেন 

" হ্যাঁ বক্তব্য দিতে চাই কিন্তু  আমার কাছে তো সব হাতির খাবার এগুলো তোমাদের হজম হবে কি?"


বড়পীর আবারও চুপ হয়ে থাকলেন, যথাক্রমে রাবেয়া বসরী(রঃ) যথাস্থানে উপস্থিত হলেন তখন বক্তব্য আরম্ভ করলেন।


এর থেকে প্রতীয়মান হয় সব কথা সবার জন্য নয়,সব জ্ঞান সবার ধারণ করার ক্ষমতা নেই।


মারেফত হচ্ছে গোপন বিষয় তা গোপন থাকাই ভাল,ব্যক্ত করলে অনেকেরই রিসিভ করার ক্ষমতা থাকে না, তাই মারেফত বা আধ্যাত্মিকতা সম্বন্ধে সোস্যাল মিডিয়ায় প্রচার প্রসার বন্ধ করুন এটি হচ্ছে একমাত্র গুরু ও শিষ্যের একান্ত ব্যক্তিগত গোপন জ্ঞান।

আশেকদের ভয় নেই,সে বিলীন।

দাড়ি টুপি সুন্নত এটি অবশ্যই মানতে হবে, এটিকে লোক দেখানো ব্যবহার করে ঈমানদার হওয়া সম্ভব নয়,বড় বড় কাফেরদেরও এই লেবাস ছিল।

মুল বিষয় হল বিশ্বাস।


দাড়ি টুপি সুন্নত ছাড়ায় রাসুলের অনেক সুন্নত ছিল সেগুলোকেও মানতে হবে। তিনি কাউকে নিয়ে গীবত বা সমালোচনা করতেন না,তিনি মিথ্যা বলতেন না, তিনি পাহাড়ের গুহায় একাকি ধ্যান করতেন,তিনি হিংসা করতেন না, আরও অনেক কিছু এসব কই কাউকে করতে ও বলতে দেখি না।

 এসব থেকে বেরিয়ে আসুন, মানুষকে দেখে সমাজকে দেখে ইবাদত আল্লাহ পছন্দ করেন না,

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গোপন ইবাদত। 


নামাজ, রোযা, হজ্ব, যাকাত , আরও অনেক ভাল ইবাদত আছে এগুলো শরীয়ত করতে হবে।

দেখুন এর চেয়ে কত বড় ইবাদত রয়েছে....


"একনিষ্ঠ সহীহ নিয়্যাতে আল্লাহ তায়ালা সৃষ্টি জগৎ নিয়ে যদি কেউ চিন্তাভাবনা ধ্যান করে তবে তা ৭০ হাজার বছরের সমান।"

যাক আল্লাহ আমাদের জ্ঞান দান করুন। আমিন।

ভুল ত্রুটি ক্ষমা করুন আল্লাহ তায়ালা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ