খারাপ মানুষ চেনার উপায় হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, তারা কখন অন্যের ভাল দেখতে পারে না। অন্যের ভালো কিছু দেখলে তারা হিংসায় জ্বলবে! মানুষের নামে উল্টা পাল্টা আর নেতিবাচক কথা বলবে।
আপনি ভাল কোন চাকরি পেয়েছেন, তারা তখন আপনাকে শুভকামনা জানাবে না! উল্টা, নেতিবাচক কথা বলবে।
তারা আপনার প্রশংসা করতে গেলেও দেখবেন, বিভিন্ন কথার মাধ্যমে অপমান করছে।
আপনার কোন সফলতার কথা হিংসুটে মানুষদের শোনাতে গেলে দেখবেন, আপনাকে থামিয়ে দিয়ে তাদের সফলতার কথা বলার চেষ্টা করবে।
আপনি যদি সফল হন, দেখবেন হিংসুটে লোক আপনাকে নকল করার চেষ্টা করবে।
নতুন কিছু করতে গেলে যেটা আপনার জন্য ভাল আরকি! তারা সেটাকে না করার জন্য উৎসহ দিবে।
• কখনও পরাজয় স্বীকার করে না। যুক্তিতে হারতে চায় না।
• অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে।
• সব বিষয়ে পারদর্শিতা দেখায়৷ সবাইকে সন্দেহ করে।
• সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে। সত্য মিথ্যা বুঝতে চায় না।
• অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে,
• কথায় কথায় তিরস্কার করে।
• মানুষের দূর্বল জায়গায় আঘাত করে। নিজের স্বার্থ আগে দেখে।
• যে কোন প্রতিভাকে ছোট করে দেখে,
• নিজেকে খুব বুদ্ধিমান মনে করে।
• তারা সবসময় আপনার দয়ার সুবিধা নিবে।
• তাদের আপনি কখনও সন্তুষ্ট করতে পারবেন না। আপনি সব কিছু দেয়ার পরও, তাদের অবস্থা এমন হবে যে, “দোস্ত সব তো খাওয়াইলি, এবার তোর কলিজাটা দে একটু টেস্ট করি”।
• নিজের সমস্যার জন্য এরা সব সময় অন্যের উপর দোষারপ করবে।
• আপনার অনুভুতির কোন মূল্য থাকবে না, এসব অকৃতজ্ঞ মানুষের নিকট।
• অন্যের কষ্টে এরা খুব একটা সহানুভূতি দেখাবে না।
• তারা মনে করে, সব কিছু তাদের প্রাপ্য।
• স্বার্থপর ব্যক্তিরা অন্যের সমালোচনা করবে কিন্তু নিজের ভুলগুলো কেউ বললে তার উপর ক্ষেপে যাবে।
• নিজের সফলতার জন্য অন্যকে আঘাত কিংবা ক্ষতি করবে।
পুরোটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ
আপনাদের পরামর্শ আমাদেরকে জানান কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করুন
0 মন্তব্যসমূহ