১/ নিজেকে সব সময় আল্লাহর এবাদত বেশি বেশি করবেন।
৩/ সর্বদা অজু অবস্থায় থাকবেন।
৪/ প্রতি ওয়াক্ত সালাত আদায় শেষ করে। [ সূরা-ফাতিহা,,সূরা-ইখলাস,,সূরা-নাস,,সূরা-ফালাক,,দরুদে ইব্রাহিম,, আয়াতুল কুরসি। ] প্রতি টা ৩ বার করে পাঠ করতে হবে। এবং সারা শরীরে ৩ বার ফুঁ দিতে হবে।
৫/ ভাতরুমে যাওয়া-আসা এবং দেহের কাপড় পরিবর্তন করার সময় নিয়মিত দোয়া পাঠ করতে হবে।
৬/ সর্বদা শালীন পোশাক ও পর্দার মধ্যে থাকতে হবে।
৭/ প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে বা কোরআন তেলাওয়াত শুনতে হবে এবং আল্লাহ তায়ালা এর যিকির করতে হবে।
৮/এশার নামাজের পর বা ঘুমানোর আগে সূরা-মূলক তেলওয়াত করতে হবে বা কোরআন তেলাওয়াত শুনতে হবে।
৯/ ঘুমানোর সময় বিছানায় শুয়ে [ সূরা-ফাতিহা,,সূরা-ইখলাস,,সূরা-নাস,,সূরা-ফালাক,,দরুদে ইব্রাহিম,, আয়াতুল কুরসি। ] প্রতি টা ৩ বার করে পাঠ করতে হবে। এবং সারা শরীরে ৩ বার ফুঁ দিতে হবে।
১০/ ঘুমানোর সময় বিছানায় শুয়ে,, ঘুমানোর দোয়া এবং শয়তান থেকে রক্ষা হেফাজত থাকার দোয়া পাঠ করে ঘুমাতে হবে। তারপর ফজরের সালাত আদায় করার নিয়ত রাখতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করবেন,,যাতে সকালের ফরজ সালাত আদায় করতে পারেন।
শয়তান থেকে রক্ষার দোয়া,,
উচ্চারণঃ আউজুবিল্লাহি মিনাশ্ শাইত্বানির রাজীম।
অর্থঃ বিতাড়িত শয়তানের ধোকা হইতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তায়ালা এর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
উপরের আমল গুলা নিয়মিত করলে। ইন শা আল্লাহ। আশিক জ্বীন বা শয়তান থেকে হেফাজতে থাকতে পাড়বেন।
0 মন্তব্যসমূহ