জাহান্নাম তো অমুসলিমদের জন্য তবে মুসলিম হয়েও কারা জাহান্নামে যাবে | alhadimedia 360



যারা মুসলিম হয়েও জাহান্নামে যাবে 


 জালিম প্রতিবেশী। 

[মুসলিম : ৬৬]


  আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 

[বুখারি : ৫৫২৫]


 যে হারাম খাবার খায়। 

[বায়হাকি : ৫৫২০]


 অশ্লীলভাষী ও উগ্র মেজাজি। 

[আবু দাউদ : ৪১৬৮]


 পিতা মাতার অবাধ্য সন্তান। 

[মুসতাদরাকে হাকেম : ২২৬]


 দাইয়ুস- যিনি নিজের অধিনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেন না। 

[মুসতাদরাকে হাকেম : ২২৬]


 পুরুষের বেশ ধারণকারী নারী। 

[মুসতাদরাকে হাকেম : ২২৬]


 অন্যের সম্পদ আত্মসাৎকারী।

[মুসলিম : ১৯৬]


 উপকার করে খোঁটাদানকারী।

[নাসায়ি : ৫৫৭৭]


 নেশাদারবস্তু পানকারী।

[নাসায়ি : ৫৫৭৭]


 প্রতারণাকারী শাসক। 

[বুখারি : ৬৬১৮]


 চোগলখোর। 

[মুসলিম : ১৫১]


 নিজ পিতা ছাড়া অন্যকে নিজের বাবা পরিচয়দাতা।

[বুখারি : ৬২৬৯]


 দাম্ভিক ও অহংকারকারী। 

[মুসলিম : ১৩১]


 রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর অবাধ্যতাকারী। 

[বুখারি : ৬৭৩৭]


 পার্থিব উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী। 

[আবু দাউদ : ৩১৭৯]


 অকারণে তালাক কামনাকারী নারী। 

[তিরমিজি : ১১০৮]


 লৌকিকতা প্রদর্শনকারী শহীদ, কারি, দানশীল ব্যক্তি।

[মুসলিম : ৩৫২৭]


 উত্তরাধিকারদের হক বঞ্চিতকারী। 

[ইবনে মাজাহ : ২৬৯৪]


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ