বাংলা দ্বিতীয় পত্র -নির্মিত - পারিভাষিক শব্দ পর্ব -২

 


[ A ] দিয়ে পারিভাষিক শব্দ 


 . Absence (অ্যাবসেন্স ) – অনুপস্থিতি।


 Abstain (অ্যাবসটেইন) – বিরত হওয়া।


 Above par (এবাভপার)- অধিকহারে।


 Abrogate (অ্যাবরোগেট) - - রদ করা।


 Abdomen (অ্যাবডোমেন) উদর।


 Ability (অ্যাবিলিটি) কর্মদক্ষতা। 


Abolition (অ্যাবোলিশন) – বিলোপ ।


 Abeyance (অ্যাবিয়েন্স) -- স্থগিত ।


 Abbreviation (অ্যাবরিভিয়েশন) – সংক্ষেপ। 


Abridge (অ্যাব্রিজ) --- সংক্ষিপ্ত করা।


 Absent (অ্যাবসেন্ট) --- অনুপস্থিত। 

Absorption (অ্যাবজর্পশন) – আত্মীকরণ/ আত্তীকরণ।


 Absconder (অ্যাবসকনডার) - পলাতক।


 Absolutely (অ্যাবসোলিউটলি) – পুরোপুরি। 


Abstract (অ্যাবসট্রাক্ট) – সংক্ষিপ্ত ।

 [সকল বোর্ড ২০১৮)


  Account (একাউন্ট)- হিসাব


Accountant (একাউনট্যান্‌ট) – হিসাবরক্ষক।


 Act (এই) আইন।


 Acting (এক্টিং) ভারপ্রাপ্ত। [ঢা. বো. ১৪; রা. বো. বো. ০৩; কু. বো. ১০; চ. বো. ০৩; সি. বো, '০৮: ব. বো. ১]


 Acting Editor (এক্টিং এডিটর) – ভারপ্রাপ্ত সম্পাদক। 


 Absolute value (অ্যাবসোলিউট ভ্যালু) - নিরপেক্ষ মূল্য ।


 Accruer (একরিউয়ার) – উপচায়ক। 


Accumulative (একুমুলেটিভ) - সঞ্জয়ী।


 Accused (একিউজড) — অভিযুক্ত। স্বীকার করা।


 Acknowledge (একনলেজ)


 Acknowledgement (একনলেজমেন্ট)-- স্বীকৃত ।

 [ঢা. বো. '০৯; রা. বো. ০৪; খ. বো. ০৬ কু. বো. '০৫; সি. বো. ১৭]

 

Agent (এজেন্ট) – প্রতিনিধি ।


 Affidavit (অ্যাফিডোইভিট) –– শপথপত্র, হলফনামা ।

 [য. বো. '০৯, '০১; কু. বো. ১১, সি. বো. ১১]


 - Agreement (এগ্রিমেন্ট) – চুক্তি।


 Agriculture (এগ্রিকালচার) – কৃষি।


 Academy (একাডেমী) – বিদ্যানিকেতন।


 Accept (একসেন্ট) - গ্রহণ।


 Acid (অ্যাসিড) - অল্প। 


 Activity (একটিভিটি) -- সক্রিয়তা।


 Academic (একাডেমিক) - শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত।


'Academic Year (একাডেমিক ইয়ার) শিক্ষাবর্ষ।


 Adaptation (অ্যাডাপটেশন) - অভিযোজন, প্রতিযোজন।

 Administration (এডমিনিস্ট্রেশন) - প্রশাসন। 


Admit Card (এডমিট কার্ড) প্রবেশপত্র। [5. 4. 'Os] 


Admission (অ্যাডমিশন) -- প্রবেশ। 


 Ad-interim (এড-ইনটারিম) --- অন্তর্বর্তীকালীন । 


Ameer (আমির) – শাসনকর্তা ।


 Administrator (এডমিনিস্ট্রেটর) --প্রশাসক। 


Administrative (এডমিনিসট্রেটিভ) - প্রশাসনিক। [চ. বো. ১৪]


 Advise (এডভাইস) - - উপদেশ।


 Adviser (এডভাইজার) উপদেষ্টা । [রা. বো. '০৩; চ. বো. '০৭; সি. বো. ০৭; ব. বো. ০৯]


 Aid (এইড) – সাহায্য। Additional (এডিশনাল) - অতিরিক্ত। 


 Address (এড্রেস) - - ঠিকানা।


 Ad-hoc (এড-হক) – অনানুষ্ঠানিক।

[চ. বো. ১৭; সি. বো. ১৪; ব. বো. '০৯]


 Adjust (এডজাস্ট) – সমন্বয়।


 Annotation (এনোটেশন) টাকা।


 America (আমেরিকা) --- আমেরিকা।


 Audio (অডিও) - শ্রুত

 

Analysis (অ্যানালাইসিস) – বিশ্লেষণ


 Anatomy (অ্যানাটমি) — শব ব্যবচ্ছেদবিদ্যা শারীরবিদ্যা।


 Annexation (অ্যানেক্সেসন) সংযোজিত 


 Autonomous (অটোনোমাস্) - স্বায়ত্তশাসিত 

 

Ammuinition (অ্যামিউনিশান) — গোলাবারুদ।


 Apology (অ্যাপলোজি) – ত্রুটি স্বীকার করা, ক্ষমা প্রার্থনা করা।


 Application form (এপ্লিকেশন ফরম). আবেদনপত্র।


 Appointment letter (অ্যাপয়েন্টমেন্ট লেটার) - নিয়োগপত্র ।


 Apprentice (এপ্রিনট্সি) – শিক্ষানবিশ। 


Approve [আপ্লুভ) অনুমোদন।


 Approval (এপ্রোভাল) অনুমোদন। 


Architecture (আর্কিটেক্সার) - স্থাপত্য।


 Aeroplane (এরোপ্লেন) – উড়োজাহাজ। 


Air-conditioned (এয়ারকনডিশনড্) – শীতাতপ নিয়ন্ত্রিত।


 Airport (এয়ারপোর্ট) – বিমানবন্দর। 


 Air-mail (এয়ার মিল) – বিমান ডাক ।


প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। শেয়ার করে বন্ধুদেরও পড়তে সাহায্য করুন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ