জীবনে উন্নতি করতে হলে কোন পথে চলতে হবে




★ কালকের জন্য কাজ ফেলে রাখবেন না

ইংরেজি তে একটা টার্ম আছে -“Procrastination” মানে দীর্ঘসূত্রিতা । এর অর্থ এই যে আপনি সবকিছুই ভাবেন কাল করবো । এখানে কাল মানে ঠিক আগামীকাল বলছি না । আজ আপনি কোন কারনে ভালো নেই , সেইজন্যই তো আজকের কাজটা আপনি আগামীকাল করতে চেয়েছেন। এতে কোন অসুবিধে নেই।


 ★ নিজেকে পর্যালোচনা করুন

আপনি নিজের প্রতিটি কাজকর্ম বিস্তারিতভাবে পর্যালোচনা করুন। যেমন ধরুন -আপনি মিথ্যে বলেন না তো ?

আপনি কাউকে ঠকান না তো ? কারো সাথে বিশ্বাসঘাতকতা করেন নি তো ? এইসব নিয়ে নিজেকে বিচার করুন।

কোন কোন কাজে আপনি পারদর্শী আর কোন কোন কাজে আপনি একদমই নিপুন নন – এইসব কিছু আপনাকে খুঁজে বার করতে হবে।


 ★ জীবনে উন্নতি এর জন্য লক্ষ্য স্থির করুন;

আপনি কি বুঝতে পারছেন না কীভাবে লক্ষ্য স্থির করবেন ? নিজেকে ভালবাসুন। তাহলেই কিন্তু নিজের গুনগুলো চোখে পড়বে।

প্রতিটি মানুষেরই পৃথিবীতে আসার পিছনে কোন না কোন উদ্দ্যেশ্য আছে ।

সেই উদ্দ্যেশ্য টা কি , আপনি নিজেকে আর নিজের প্রতিটি কাজকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলে খুঁজে পেয়ে যাবেন ।

তারপর সেই উদ্দ্যেশ্য পূরণ করার জন্য আপনি জোর কদমে সেই রাস্তায় হাঁটতে থাকুন।

আপনি রাস্তায় হাঁটার গতি কম রাখতে পারেন কিন্তু কখনই থেমে যাবেন না। জীবনের লক্ষ্যগুলো নিজের সাধ্যমতো করুন।


★ আত্মবিশ্বাস অর্জন করুন;

আপনি তো প্রথম দুটো স্টেপই জেনে গেছেন আপনার গুনগুলো কি, আপনি কি কি কাজ করতে পারেন আর সেইসব কাজ নিয়ে স্বপ্ন ও দেখছেন। তাহলে এবার তো ভাবুন যে আপনি পারবেন।

ছোট ছোট কাজ সফল হলে নিজেকে ধন্যবাদ জানান। এইভাবে একটু একটু করে আত্মবিশ্বাস অর্জন করুন।


★ হাল ছাড়বেন না

কয়েকটা কাজে সফল হয়ে নিজেকে বিশাল ভেবে পরবর্তী কাজগুলোতে ফাঁকি দেবেন না। তাহলে কোনোদিনই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আবার কিছু কাজে ব্যর্থ হয়েছেন বলে পরবর্তী কাজগুলো বন্ধ করে দেবেন না।


★ ব্যর্থতা থেকে শিখুন

যে কোন বই এর cover page সবসময় বই এর অন্য page গুলোর চেয়ে আকর্ষণীয় হয়ে থাকে ।

ঠিক তেমনি , সফল মানুষদেরও ওপরের যে আকর্ষণীয় চেহারা তার ভেতরেও প্রচুর ক্লান্তি , কষ্ট , ব্যর্থতার গ্লানি লুকিয়ে আছে । কিন্তু সেইসব অতীতের কথা তারা মনের গভীরে সংগোপনে রেখে দেন।

ব্যর্থতা হল সাফল্যের প্রথম স্টেপ। আর এইসব ব্যর্থতা আপনার কাছে যেন শিক্ষকের কাজ করে।

 


প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। শেয়ার করে বন্ধুদেরও পড়তে সাহায্য করুন। 

এতক্ষন ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য,,, ধন্যবাদ সবাইকে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ