বাংলা প্রথম পত্র - লালসালু_উপন্যাস




 ★ জ্ঞানমূলক তথ্য ---

> লালসালুর কেন্দ্রীয় চরিত্র মজিদ

>ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে চলে

>মতিগঞ্জের উত্তরদিকে মহব্বতনগর গ্রাম

>মহব্বতনগর গ্রামের মাতব্বর রেহান আলী

>অশীতিপরায়ন বৃদ্ধ সলেমনের বাপ

>মজিদের বসবাস ছিলো গারো পাহাড়ে যা মধুপুর গড় হতে ৩ দিনের পথ

>রহিমা ঠান্ডা,ভীতু প্রকৃতির মানুষ 

>গ্রামের লোকরা রহিমার অন্য সংস্করণ 

>রহিমার চোখে ভয় দেখেছিলো মজিদ

>মজিদের শক্তির মূল উৎস সালুকাপড়ে আবৃত মাজারটি

>তাহের,কাদের ও রতনের বোন হাসুনির মা

>বিচারের শূরুতে মজিদ সূরা পড়ে নেয়

>ঝড় এলে হাসুনির মার হই চই করার অভ্যাস

>সকলকে মিঞা বলে সম্বোধন করে মজিদ

>মহব্বতনগর থেকে ৩ গ্রাম পরে আওয়ালপুর গ্রাম

>ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা

>আওয়ালপুরে পীরের আগমন ঘটে মাঘ মাসের শেষ দিকে

>মজিদের মুরিদরা আহত হয়ে করিমগঞ্জ হাসপাতালে যায়

>পির সাহেব কে ইবলিশ শয়তান ঘোষণা করে মজিদ

>আওয়ালপুর ও মহব্বতনগর গ্রামের মাঝে এক মস্ত তেতুল গাছ

>আমেনা বিবি শুক্রবার রোজা রাখে

>আমেনা বিবি আড়াই পাক এর পরেই মূর্ছা যায়

>হাসুনির মায়ের নাম তহু

>আমেনা বিবি ঠান্ডা,শীতল,ধর্মভীরু মানুষ 

>আমেনা বিবির স্বামীর বাড়ির নিশানা তালগাছটি

>গ্রামে স্কুল করতে চায় আক্কাস

>জমিলার সন্ধ্যার মধ্যেই ঘুমের অভ্যাস

>শ্যেন দৃষ্টি মানে শিকারি পাখির মতো দৃষ্টি

>মোদাচ্ছের পীরের মাজারটি পুকুর পাড়ে ছিলো

>গারো পাহাড়েএ লোকজন ছিলো অশিক্ষিত,বর্বর

>মহব্বতনগরের কৃষকেরা ধান কাটার সময় বুক ফাটিয়ে গান করে

>মানুষের রসনা বিষাক্ত সাপের রসনা থেকেও মারাত্মক 

>হাসপাতালের কম্পাউন্ডারকে মজিদ ডাক্তার ভেবেছিলো

>ধলা মিঞা তানু বিবির ভাই

>আমেনা বিবি পালকিতে করে মাজারে গিয়েছিলো

>মাজারের খরচ দেয় খালেক ব্যাপারী

>খালেক ব্যাপারী মহব্বতনগরের জোতদার

>মজিদের মনে ভাবান্তর আনে ফাগুনের দমকা হাওয়া

>ঢোলক বেজে চলেছে ডোমপাড়ায়

>জিকিরের আওয়াজে জমিলা বিচলিত হয়

>মজিদ নিজেকে কল্পিত মাজারের খাদেম হিসেবে পরিচয় দেয়

>পৌষ মাসে মজিদের ঘরে প্রচুর ধান আসে

>মজিদের আগমনে মহব্বতনগর গ্রামে চমকে দেয়

>রহিমার গলার আওয়াজ মাঠ থেকেও শোনা যায়

>লালসালু সামাজিক উপন্যাস

>জমিলাকে নাজুক শিশু বলেছে মজিদ

>মহব্বতনগর গ্রামের লোকেরা ধান ক্ষেতে নৌকা নিয়ে বেড়ায়

>লালসালু ১৯৪৮ সালে প্রকাশ পায়


প্রয়োজনে এ রকম আরো post পেতে আমাদের follow করতে পারেন। শেয়ার করে বন্ধুদেরও পড়তে সাহায্য করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ