জানা অজানা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২য় পর্ব



 • ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?


উত্তরঃ রাঙ্গামাটি।


• বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?


উত্তরঃ ৬টি।


• বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?


উত্তরঃ আখাইন্ঠং


• বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?


উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)


• বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?


উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং


• পদ্মার অপর নাম?


উত্তরঃ কীর্তিনাশা


• পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?


উত্তরঃ গোয়ালন্দ


• পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়?


উত্তরঃ হিমালয়ের গঙ্গোত্রী হিম্বাহ থেকে


• মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?


উত্তরঃ পশুর।


• বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি?


উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প



• ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?


উত্তরঃ লালমনিরহাট


• কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?


উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)


• বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?


উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত


• নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?


উত্তরঃ মেঘনা (নোয়াখালী)


• দ্বীপ জেলা বলা হয় কোন জেলাকে?


উত্তরঃ ভোলা।


• ভবদহ বিল কোথায় অবস্থিত?


উত্তরঃ যশোর


• ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত?


উত্তরঃ ঢাকা(জাতীয় সংসদ ভবনের পাশে)


• বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী?


উত্তরঃ সিলেট


• বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে?


উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী


• বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়?


উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর


• বাংলাদেশে একমাত্র শীতলপানির ঝর্ণা কোথায় অবস্থিত?


উত্তরঃ হিমছড়ি, কক্সবাজার


• বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?


উত্তরঃ খুলনা।


•‘দুবলার চর’ কোথায় অবস্থিত?


উত্তরঃ সুন্দরবনের দক্ষিনে।


• বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও তারিখ লিখুন?


উত্তরঃ নিশাত মজুমদার, ২১ মে, ২০১২


• SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে?


উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়


• বাংলাদেশের প্রথম ভূ-উপগৃহে কেন্দ্রে কোথায় স্থাপিত হয়?


উত্তরঃ বেতবুনিয়া রাঙ্গামাটি।


• বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?


উত্তরঃ ময়নসিংহ


• রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?


উত্তরঃ রামু, কক্সবাজার।


• সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি?


উত্তরঃ সুপার রাইস।


• নদী ছাড়া যমুনা কী?


উত্তরঃ উন্নত জাতের মরিচের নাম।


• মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?


উত্তরঃ চাদপুর।


• বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?


উত্তরঃ সুন্দরবন।


• সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?


উত্তরঃ ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭(৭৯৮তম)


• সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?


উত্তরঃ সুনামগঞ্জ ও নেত্রকোনা


• Black Gold’ কি?


উত্তরঃ তেজস্ক্রিয় বালু(কক্সবাজারে পাওয়া যায়)


• তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?


উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া


এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে আমাদের ফলো করতে পারেন। 


ভালো লাগলে শেয়ার করুন,, ধন্যবাদ সবাইকে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ