সাধারণ জ্ঞান – জানা অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানুন – প্রশ্ন ও উত্তর -- সাধারণ জ্ঞান প্রথম পর্ব




 

• দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি?


উত্তরঃ বারডেম।


• ‘মূসক’ দিবস কবে পালন করা হয়?


উত্তরঃ ১০ জুলাই।


• বাংলাদেশ কবে ভ্যাট চালু হয়?


উত্তরঃ ১৯৯১ সালের ১ জুলাই


• সংসদে সাংবাদিকদের আসন কতটি ?


উত্তরঃ ৮০টি


• ১৪৪ ধারা কি ?


উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা

• তিতুমীর কে ছিলেন?

উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর

• উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?

উত্তরঃ নরসিংদী

• দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?

উত্তরঃ ময়মনসিংহ

• বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?

উত্তরঃThe people’s Republic of Bangladesh

• গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব দিকে।

• জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান?


উত্তরঃ ৮ম।


• চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি?


উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে


• বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কি?


উত্তরঃ কৃষ্টপুর, কচুবাড়ি, ঠাকুরগাও


• বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার বেশি?


উত্তরঃ বরগুনা।


• ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে?


উত্তরঃ স্যার এ.এফ. রহমান


• ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময়ে সংসদ কার্যক্রম হত?


উত্তরঃ জগন্নাত হল

• বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?

উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।


• বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?


উত্তরঃ দিনাজপুর।

• ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?


উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।


• বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?


উত্তরঃ ৭১১ কি.মি.


• সোয়াচ অব নো গ্রাউন্ড কি?


উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)

• বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?


উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।


• আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?


উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)


• বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?


উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।


• ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?


উত্তরঃ ৩০টি


• পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?


উত্তরঃ ৩টি।


• পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?


উত্তরঃ বান্দরবান।


• বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?


উত্তরঃ বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর


• বাংলাদেশের একমাত্র জ্বালানী তেল শিধানাগারের নাম কি?


উত্তরঃ ইস্টার্ণ রিফাইনারী লিঃ, চট্টগ্রাম


• দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান?


উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কষ্টিয়া


• ভারত – বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?


উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬


• বাংলাদেশের নাব্যতম ওঁ প্রশস্ততম নদীর নাম?


উত্তরঃ মেঘনা।


• বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?


উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।


এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে আমাদের ফলো করতে পারেন। 

ভালো লাগলে শেয়ার করুন,, ধন্যবাদ সবাইকে 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ