• মানুষের ভাষার প্রধান উপাদান ধ্বনির উৎস কি?
উঃ বাগযন্ত্র।
• ধ্বনিলোপ কয় প্রকার?
উঃ ২ প্রকার।
স্বরলোপ ও ব্যাঞ্জনলোপ।
• ধ্বনি বিপর্যয় শব্দের অর্থ কি?
উঃ শব্দ মধ্যস্হিত ধ্বনির স্থান পরিবর্তন।
• নাদ শব্দের অর্থ কি?
উঃ ঘোষ বর্ণ।
• উপসর্গের কাজ কি?
উঃ নতুন শব্দগঠন ।
• ব্যাকরণগত পরিভাষায় অনুসর্গকে আমরা আর কি কি নামে চিনি?
উঃ কর্মপ্রবচনীয় বা পরসর্গ।
• কৃৎপ্রত্যয় নিষ্পন্ন শব্দকে কি পদ বলে?
উঃ কৃদন্তপদ।
• বর্ণনামূলক সমাসের অপর নাম কি?
উঃ বহুব্রীহি সমাস।
• বিপ্রকর্ষ শব্দের অর্থ কি?
উঃ ব্যবধান।
• অপিনিহিতি শব্দের অর্থ কি?
উঃ পূর্বে সন্নিবেশ।
অপি অর্থাৎ আগে, সন্নিবেশ অর্থাৎ অবস্থান।
• দুটি ওষ্ঠের নীচের ওষ্ঠের নাম কি?
উঃ অধর।
• সমীভবনের দুটি প্রতিশব্দ কি কি?
উঃ সমীকরণ ও ব্যাঞ্জনসংগতি।
• (অনুস্বার )কোন ধ্বনির সাথে অভিন্ন হয়ে গিয়েছে?
উঃ ঙ।
• উপসর্গ কার পূর্বে বসে?
উঃ ধাতু বা নামপদ।
• শব্দ বা পদের একক কি?
উঃ ধ্বনি।
• কর্মধারয় সমাসের সাধারণ অর্থ কি?
উঃ বিভাজন নির্ধারক।
• অর্থসংক্রমের অপর নাম কি?
উঃ শব্দের রূপান্তর।
• অবধারক বা নির্ধারক ভাবের অপর নাম কি?
উঃ নির্দেশক ভাব।
• অনুজ্ঞা ভাবের অপর নাম কি?
উঃ নিয়োজক ভাব।
• নিরুক্তি শব্দের অর্থ কি?
উঃ বুৎপত্তি।
• মৌলিক শব্দের অপর নাম কি?
উঃ নিজস্ব শব্দ।
• আগন্তুক শব্দের অপর নাম কি?
উঃ কৃতঋণ শব্দ।
• প্রতিবেশী শব্দের অর্থ কি?
উঃ প্রাদেশিক শব্দ।
• অভিধানকে ভাষার কি জাতীয় বিভাগ বলে?
উঃ সংযোগমূলক বিভাগ।
• কাকে আশ্রয় করে ধ্বনি উচ্চারিত হয়?
উঃ স্বরধ্বনিকে।
• ক্ষনস্থায়ী ও অনুন্নত ভাষাকে কি বলা হয়?
উঃ পিজিন।
• কে বাক্যতত্ত্বের চর্চা শুরু করেন?
উঃ চমস্কি।
• I.A.P এর পুরো নাম কি?
উঃ International Phonetic Alphabet
• উপসর্গ ব্যাকরণের কোন অংশে পড়ে?
উঃ রূপতত্ত্ব।
• শ্বাসবায়ুর গতি লক্ষ্য করা ধ্বনিকে কটি ভাগে ভাগ করা যায়?
উঃ দুটি। বহির্গামী ও অন্তর্গামী।
• স্বরভক্তি শব্দের অর্থ কি?
উঃ স্বর সহযোগে বিভাগ।
• 'ক্ষ' কি কি ব্যাঞ্জনের সংযোগজাত?
উঃ ক+ ষ।
• বাক্যে সর্বনাম পদের ব্যবহারের কারণ কি?
উঃ বিশেষ্য পদের একঘেয়েমি দূর করতে।
• বাগধ্বনির বিকল্প নাম কি?
উঃ স্বন।
• ক্রিয়াপদের সঙ্গে কি কি পদের অন্বয়ে কারক হয়?
উঃ বিশেষ্য ও সর্বনাম।
• মুখ্যকর্মে কর্ম কি ধরণের হয়?
উঃ অপ্রাণীবাচক।
• প্রত্যয়ের কাজ কি?
উঃ নতুন শব্দ তৈরি করা।
• নির্দেশক বাক্য কয় প্রকার?
উঃ দুই। হ্যাঁ ও না।
• 3্কন্ঠব্যাঞ্জন ধ্বনি কোনগুলো?
উঃ ক, খ, গ, ঘ।
• বাক্যে সুরের ওঠা পড়াকে কি বলে?
উঃ সুরতরঙ্গ।
• স্বরধ্বনির সাথে অর্ধস্বরের সমাবেশে কি ধ্বনি তৈরী হয়?
উঃ দিস্বর।
• যুগ্মস্বরের প্রতিশব্দ কি কি?
উঃ যৌগিক স্বর, সন্ধ্যাক্ষর, দিস্বর।
• শ্রুতিধ্বনি কয় প্রকার?
উঃ তিন প্রকার। য, দ, ব।
• ধাতু বা শব্দ কিভাবে বাক্যে ব্যবহৃত হয়?
উঃ বিভক্তি যোগে।
• 'Morphonology' এর প্রতিশব্দ কি?
উঃ রূপতত্ত্ব।
• ভি.আই.পি কি ধরনের শব্দ?
উঃ মুন্ডমাল।
• 'Linguistic phonology' এর প্রতিশব্দ কি?
উঃ ইতিহাসমূলক ভাষাতত্ত্ব।
• 'অ' এবং 'আ' স্বরধ্বনি দুটির উচ্চারণ স্থান কি?
উঃ কন্ঠ ও জ্বিহামূল।
• নৃতত্ত্বের সঙ্গে মানবভাষার সম্পর্ককে কি বলে?
উঃ নৃভাষা বিজ্ঞান।
• মস্তিষ্ক ও ভাষা এই দুইয়ের মেলবন্ধনকে কি ভাষা বলে?
উঃ স্নায়ু ভাষাবিজ্ঞান।
0 মন্তব্যসমূহ