বাংলা প্রথম পত্র - সিরাজউদ্দৌলা- নাটকের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর




• সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? 

– নারান সিংহ।

• নবাব আলিবর্দি খাঁর দ্বিতীয় কন্যার নাম কী?

--শাহ বেগম।

• ঘসেটি বেগমের অন্য নাম কী? 

– মেহেরুন্নেসা।

• ফরাসি অধিকৃত এলাকা কোনটি? 

– চন্দননগর।

• ইংরেজরা আত্মরক্ষার অজুহাতে গোপনে অস্ত্র আমদানি করেছিল কোথায়? 

-কাশিমবাজার কুঠিতে।

• শওকতজঙ্গ নবাব হলে আসল কর্তৃত্ব থাকবে কার? 

– ঘসেটি বেগমের।

• কার শেষ যুদ্ধ পলাশিতেই? 

– মোহনলালের।

• সিরাজউদ্দৌলার নানার নাম কী? 

– আলিবর্দি খাঁ।

• মিরজাফর বাংলার মসনদের জন্যে কার কাছে ঋণী?

- ক্লাইভের কাছে।

• ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে আত্মহত্যা করতে চায়? 

-উমিচাঁদ

• সিরাজউদ্দৌলা কোন সৈন্যদের হাতে বন্দি হয়েছেন?

- মীর কাসেমের।

• সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হয়েছেন?

 – ভগবানগোলায়।

• বন্দি সিরাজউদ্দৌলাকে কোন কয়েকখানায় রাখা হয়?

- জাফরাগঞ্জের।

• কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়?

- মিরনের।

• ঘসেটি বেগম কাকে সিংহাসনে বসাতে চায়?

- শওকতজঙ্গকে।

• পলাশী কোন নদীর তীরে অবস্থিত? 

–ভাগিরথী নদীরl

• ঘসেটি বেগম কাকে অচেনা মেহমান বলেছে?

- রাইসুল জুহালাকে।

• ঘসেটি বেগম সম্পর্কে নবাবের কী হতেন? 

-খালা।

• পলাশির যুদ্ধে ইংরেজদের কামান ছিল কতটি?

 – দশটি।

• সিরাজদ্দৌলার হত্যাকারীর নাম কী? 

– মোহাম্মদি বেগ।

• লবণের ইজারাদার কে? 

– কুঠিয়াল ইংরেজ।

• মিরমর্দানের জামাইয়ের নাম কী? 

– বদ্রি আলি খাঁ।

• নবাব কলকাতা শহরের নতুন নাম দিয়েছিলেন কী?

- আলিনগর

• নবাবের কাছে কে দেশের স্বার্থে স্বীয় স্বার্থ ত্যাগের ওয়াদা করেছিলেন?

 – মিরজাফর

• রাজবল্লভ কে ছিলেন?

-নবাবের বিশ্বাসঘাতক এবং অর্থলোলুপ মন্ত্রী।

• নবাব সিরাজউদ্দৌলা কোন জলসা চিরকালের মতো ভেঙে দিয়েছিলেন?

 – মতিঝিলের জলসা।

• মিরজাফর কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন?

- পারস্য থেকে।

• সাদা নিশান কীসের প্রতীক?

- বন্ধের বা শান্তির প্রতীক।

• উমিচাঁদ কোথাকার অধিবাসী ছিলেন?

 – লাহোরের।

• ঘসেটি বেগম আমিনা বেগমের কোন পুত্রকে পোষ্যপুত্র রাখেন?

 – একরামউদ্দৌলাকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ