• ‘ বতর’ শব্দের অর্থ- ফসল কাটার উপযুক্ত সময়।
• ‘ওনারে কইবেন, আমার যেন মওত হয়।’ আর্জিটি করেছিল- হাসুনির মা।
• মাঠের ধান নষ্ট হয়ে যায়- শিলা বৃষ্টি হলে।
• ‘শস্যের চেয়ে টুটি বেশি, ধর্মের আগাছা বেশি’ বলতে বোঝানো হয়েছে- ধর্মীয় গোঁড়ামী।
• গ্রামের লোকেরা যেন রহিমারই- অন্য সংস্করণ।
• বিশ্বাসের পাথরে যেন- খোদাই করা চোখ।
• ঘরের ম্লান আলোয় কবরের সেই অনাবৃত অংশটা - মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়।
• আমেনা বিবির বিয়ে হয়েছিল – ১৩ বছর বয়সে।
• মোনাজাত শেষে মজিদ পা ফেলছিল – উত্তর দিকে।
• আমেনা বিবি ও রহিমার মধ্যে মিল রয়েছে – নিঃসন্তানের দিকটা।
• ঘুমকাতুরে- জমিলা।
• খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখেনি- ইংরেজি পড়েছে বলে।
• গ্রামে হিড়িত পড়েছে- মসজিদ স্থাপনের।
• আমেনা বিবির আনন্দ আর সুখের নিশানা- থোতা মুখের তালগাছ।
• আওয়ালপুরের পীরের মধ্যে প্রকাশ পেয়েছে- ধর্মব্যবসা।
• আওয়ালপুরের পীর আছরের সময় যে নামাজ পেয়েছে- জোহর।
• মজিদ হাসপাতালে গিয়েছিল- সমবেদনা প্রকাশ করতে।
• আওয়ালপুরের পীরের প্রতি আমেনার প্রকাশ পেয়েছে- অন্ধবিশ্বাস।
• খালেক ব্যাপারি সঙ্গে ধলা মিয়ার সম্পর্ক ছিল-
শ্যালক।
• ধলা মিয়াকে ব্যাপারী আওয়ালপুরে যেতে বলেছিল- পানিপড়া আনতে।
• ধলা মিয়ার দেবংশি তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে - কুসংস্কার বিশ্বাস।
• মজিদ বারবার ধলা মিয়াকে আওয়ালপুরে যেতে বলায় প্রকাশ পেয়েছে- দৃঢ়তা।
• আওয়ালপুরের পীরকে মজিদ আখ্যা দিয়েছে - ইবলিশ।
• খালেক ব্যাপারী মজিদকে ভায় পায় -ধর্মভীতির কারণে।
• ‘আমেনা’ ক্ষেত্রে প্রযোজ্য- নিঃসন্তান।
• ঢেঙ্গা বুড়োর স্ত্রীর জানাজা পাড়ানোর কথা ছিল- মোল্লা শেখের।
• “তানি যে খোদার মানুষ” উক্তিটি হল - -
রহিমার।
• উঠানোর পথটুকু পাড়ি দিতে আমেনা বিবি পরিপ্রান্ত বোধ করে- অসুস্থাতায়।
• আমেনা বিবি মজিদের কাছে চড়ে গিয়েছিল- পালকি।
• আমেনা বিবিকে পালকি থেকে নামিয়ে মজিদ যেতে বলেছিলেন- মাজারে।
• মজিদ বার বার আমেনা বিবির দিকে আড়চোখে তাকাচ্ছিল- রূপের মোহে।
• মজিদের সামনে খালেক ব্যাপারী অসহায় – ধর্মভীতির কারণে।
• আমেনা বিবি মাজারে পাক শুরু করেছিল- ডান দিক থেকে।
• রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো দেখেছিল- বেড়ার ফুটো দিয়ে।
• আমেনা বিবি মাজারের মধ্যে মূর্ছা গিয়েছিল- শারীরিক দুর্বলতায়।
খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে- সন্দেহে।
• আমেনা বিবির ক্ষেত্রে প্রজোয্য- স্বামীভীরু।
• যে গাছ দেখে আমেনা বিবি বুঝত যে স্বামীর বাড়িতে পৌছেছে- তালগাছ।
• মোদাব্বের মিয়ার ছেলের নাম- আক্কাস।
• মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে উম্মোচিত হয়েছে- শোষণ।
• ‘পুলক’ শব্দের অর্থ- আনন্দ।
•“বেত্তমিজের মতো কথা কইস না” উক্তিটি যার সম্পর্কে করা হয়েছিল- আক্কাস।
• মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বারো আনা ব্যয় বহন করতে চেয়েছিল - খালেক ব্যাপারী।
• মহব্বতনগর গ্রামে মসজিদ নির্মাণে তদারকিতে ছিল- মজিদ।
• সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ ছিল- মজিদ।
• মজিদের যশ, খ্যাতির উৎস –পুরনো কবরটি।
• মজিদের নিঃসঙ্গবোধের কারণ- নিঃসন্তান হওয়ায়।
• যার বিলাপে জমিলার মন খারাপ হয়েছিল- খ্যাংটা বুড়ির।
0 মন্তব্যসমূহ