প্রশ্ন - সভ্যতার উন্মেষে ভৌগোলিক পরিবেশের প্রভাব কীভাবে ভূমিকা রাখে ?
উত্তর : সভ্যতার উন্মেষে ভৌগোলিক পরিবেশের প্রভাব অপরিসীম । আমরা জানি , যেখানে খাদ্যের যোগান ও বসবাসের উপযোগী আবহাওয়া বর্তমান , সেখানে সভ্যতার গোড়াপত্তন সম্ভব । তাই জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে মানুষের মৌলিক চাহিদা পূরণের অনুকূল ভৌগোলিক পরিবেশের ওপর । সভ্যতা সৃষ্টির জন্য মানুষের উদ্যম , কর্মশক্তির ভূমিকা অনস্বীকার্য । নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ সাধারণত কর্মশক্তিতে বলীয়ান ও উদ্যমী হয় । এ জলবায়ু কৃষির জন্য উপযোগী । ফলে বসতি স্থাপন তথা সভ্যতার উন্মেষ ও বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব দেখা যায় ।
প্রশ্ন - জনসংখ্যার বণ্টনে ভৌগোলিক উপাদানের প্রভাব ব্যাখ্যা করো ।
উত্তর : জনসংখ্যার বণ্টনে ভৌগোলিক উপাদান গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে । জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে মানুষের মৌল চাহিদা পূরণের অনুকূল ভৌগোলিক পরিবেশের ওপর । সাধারণত যেখানে খাদ্যের যোগান ও বসবাসের উপযোগী পরিবেশ বিদ্যমান সেখানেই লোকজনের উপস্থিতি বেশি । অর্থাৎ ভৌগোলিক আবহাওয়ার জন্যই লোকজন একস্থান থেকে অন্যস্থানে গমনাগমন করে যা জনসংখ্যার বণ্টনকেই নির্দেশ করে । আবার যেখানে অনুকূল জলবায়ু , ভারসাম্যপূর্ণ ভৌগোলিক পরিবেশ বিদ্যমান সেখানেও লোকজনের আনা - গোনা বেশি হয় । সুতরাং বলা যায় , ভৌগোলিক উপাদানই জনসংখ্যাকে ভাগ বা বণ্টন করে থাকে ।
প্রশ্ন -‘ পরিবেশ ও মানবজীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত'— ব্যাখ্যা করো ।
উত্তর : মানবসমাজের সবকিছুই পরিবেশের প্রভাবে গড়ে ওঠে । মানুষ কোনো একটি পরিবেশের মাঝেই জন্মগ্রহণ করে । পরিবেশ একদিকে মানবজীবনকে গড়ে তোলে , অন্যদিকে মানব জীবনে কোনো পরিবর্তন হলে তা পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে । একদিকে মানুষ পরিবেশের চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে , অন্যদিকে জীবনযাত্রার প্রয়োজনে পরিবেশকে গড়ে তুলতে চেষ্টা করে । এ থেকে বোঝা যায় যে , পরিবেশ ও মানবজীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত ।
প্রশ্ন - পোশাক - পরিচ্ছদ ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয় কীভাবে ?
উত্তর : পোশাক - পরিচ্ছদ ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয় কারণ জলবায়ু ও আবহাওয়ার তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলের মানুষের পোশাক - পরিচ্ছদও বিভিন্ন প্রকার হয় । যেমন— শীতপ্রধান অঞ্চলে মোটা কাপড় বা গরম পশমি কাপড়ের ব্যবহার লক্ষণীয় । কারণ সেখানে শীতের প্রকোপ কমাতে এ ধরনের পোশাক খুবই উপযোগী । আর নাতিশীতোষ্ণ অঞ্চলে হালকা সুতি কাপড়ের ব্যবহার সর্বাধিক লক্ষ করা যায় । কারণ গরমে এ ধরনের পোশাক আরামদায়ক হয় । আবার মরু অঞ্চলে দিনে গরম , রাতে ঠান্ডা হওয়ায় মানুষ পা অবধি লম্বা পুরো হাতার পোশাক ব্যবহার করে ।
প্রশ্ন - রাজনৈতিক সংগঠন ও প্রশাসন ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয় কীভাবে ?
উত্তর : স্থানভেদে রাজনৈতিক পরিবেশ ভিন্ন হয় বলে রাজনৈতিক সংগঠন ও প্রশাসন ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয় । ফরাসি দার্শনিক মন্টেস্কুর মতে , শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূলে । অপরপক্ষে উষ্ণ জলবায়ু দাসত্ব বা স্বৈরাচারী শাসনের অনুকূলে । তিনি আরও বলেন , ইউরোপীয় শীতপ্রধান দেশে স্বাধীন ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং এশীয় সমাজে স্বৈরাচারী সরকারি নীতি দেখা যায় । তাই একথা সহজেই অনুমেয় যে , ভৌগোলিক পরিবেশ রাজনৈতিক জীবনকে স্থানভেদে প্রভাবিত করে ।
0 মন্তব্যসমূহ