• বাংলা- MCQ
একাডেমিক প্রথম পত্র বই,, সহপাঠ, একদম লাইন বাই লাইন পড়বা, শব্দার্থসহ। ব্যাকরণ অংশ- এটা এডমিশনের যেকোনো একটা বই কিনে নাও। সেক্ষেত্রে পারাবার বইটা অসাধারণ। (দুই পত্রের জন্যই একটা বই)। বিরচন=ATM টানা মুখস্থ
• ইংরেজি-
ইংরেজি প্রথম পত্র একদম সুন্দর করে পড়তে হবে, গ্রামার আইটেম সব ভালো করে আয়ত্ত করতে হবে।
প্রথম পত্র= মেইন বই একদম ক্লিয়ার রাখবা। সহায়ক হিসেবে Text panacea/Text bulletin গ্রামার=Index/Master মেমোরাইজিং=english supplement ,vocabulary=saifurs students vocabulary
এছাড়াও, sentence making, freehand writing শিখতে হবে নিয়মিত।
• সাধারণ জ্ঞান-
এটা একাডেমিক বিভিন্ন বইয়ের সংমিশ্রণ। বই=MP3/জুবায়ের'স জিকে ,, নিউজ ব্যাপার/কারেন্ট এফেয়ারস
মানচিত্র=জাহিদ সোহেল একাডেমি।
ঢাবির লিখিত - বিভিন্ন প্রকাশনি লিখিত এর জন্য বই বাহির করে যে কোনো এক্টা পড়লেই হবে।
এমসিকিউ এর পড়াগুলা ভালো করে পড়লেই অনেকটা হয়ে যাবে। আননোন জিনিস লেখার ক্রিয়াটিভিটি মেক করতে হবে।
sentence making, freehand writing শিখতে হবে নিয়মিত।
নিউজ পেপার নিয়মিত প্রড়লেই ক্রিয়েটিভ লেখার ইনফরমেশন হয়ে যাবে।
লিখিত আসলে কোনো সিলেবাস নাই।মোট কথা ১টা শিক্ষার্থী যদি মেইন বই ভালো করে পড়ে এবং সেখান থেকে রাইটিং প্যাক্টিস করে তার জন্য যেকোনো ফ্রী হ্যান্ড রাইটিং কোনো ব্যাপারই না।
গুরুত্বপূর্ণ_তথ্য ও সচেতনতাঃ
টাইম ম্যানেজমেন্ট , প্রশ্ন প্যাটার্ন বোঝা,বেশি বেশি এক্সাম দেয়া। অন্তত ১ জন এর সঠিক গাইডলাইন ফলো করা। একসাথে ২,৩ জনের গাইডলাইন ফলো না করা।
একটি বই ফলো করা।তবে,১টি ভালোমতে শেষ হলে ২য় আর একটু বই পড়া(যারা একদম ভালো করতে যাও শুধু তাদের জন্য।
শুরুতে ঢাবি বি ও ডি ইউনিটের প্রশ্নব্যাংক পড়ে নেয়আ এতে প্রশ্নের প্যাটার্ন আর আন্তবিশ্বআস জন্মাবে ও বেসিক বই পড়তে সুবিধা হবে।
সর্বশেষ একটা কথা মেইন বই আর মেইন বই এর কোনো তুলনা নাই।
0 মন্তব্যসমূহ