• পৌরনীতি কি?
= নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে।
• পৌরনীতি শব্দের প্রতিশব্দ কী?
= Civics
• পৌরনীতি শব্দের উদ্ভব হয়েছে কোন ভাষার কোন শব্দ থেকে?
= ল্যাটিন ভাষার সিভিস(civis) এবং সিভিটাস (civitas) থেকে
• নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তি টি কার?
= ই. এম. হোয়াইট
• পৌরনীতি ও সুশাসন ধরনের বিজ্ঞান?
= সামাজিক বিজ্ঞান
• প্রাচীন কালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠেছিল বা বিদ্যমান ছিল?
= গ্রীসে
• "মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু" উক্তি টি কার?
= এরিস্টটলের
• পৌরনীতি মুলত কী ধরনের বিজ্ঞান?
= নাগরিকতা বিষয়ক বিজ্ঞান
• সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?
= নাগরিক ও নগররাষ্ট্র
• জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে?
= আধুনিক যুগে
• নাগরিকের কোন দিকটি পৌরনীতির মূল আলোচ্য বিষয়?
= অধিকার ও কর্তব্য
• Polites ও polis কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
= গ্রিক শব্দ। অর্থ নাগরিক ও নগররাষ্ট্র
• অধ্যাপক জন সিলির উক্তি কোনটি?
= ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন।
• আজকের পৌরনীতি আগামী কালের ইতিহাস। উক্তি টি কি নির্দেশ করে?
= গভীর সম্পর্ক
• শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক। উক্তি টি কার?
= প্লেটোর
• এরিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন?
= গ্রিসের
• রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
= এরিস্টটল
• পৌরনীতি ও সুশাসন পাঠে কী হতে সাহায্য করে?
= সুনাগরিক
• মানবাত্মার অনুভূতি কে কী বলা হয়?
= মানবতাবোধ
• স্থানীয় পর্যায়ে নাগরিক সুযোগ সুবিধা প্রদান বা সৃষ্টি করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন?
= স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
• অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একই বিষয় হিসেবে বিবেচিত হতো। সর্বপ্রথম অর্থনীতি কে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন কে?
= এ্যাডাম স্মিথ
• ইতিহাসের আলোচ্য বিষয় কি?
= সভ্যতা ও সংস্কৃতি
• নারী ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে কোনটি?
= হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ
0 মন্তব্যসমূহ