সুন্দর করে কথা বলার উপায় - কথা বলার কৌশল

 



সুন্দর করে কথা বলার উপায়গুলো, জেনে নেওয়া যাক।

 


• একটু বিরতি দিয়ে কথা বলুন:


কথা বলার সময় ভালোভাবে প্রতিটা শব্দ উচ্চারণ করুন। দাড়ি কমার জায়গাগুলোতে যতটুকু সময় থামতে হয় থেমে থেমে কথা বলুন। আপনার কথাগুলো আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় শোনাবে।


• অঙ্গভঙ্গির ব্যবহার করুন:


আপনার কথার সাথে মিল রেখে অঙ্গভঙ্গি ব্যবহার করুন। আপনার কথা বলার সময় সঠিক অঙ্গভঙ্গির কারণে শ্রোতা-দর্শকদের কল্পনায় আপনার কথার বিষয়গুলো ছবির মতো ফুটে উঠবে। এতে আপনার কথাগুলো তাদের কাছে বাস্তব মনে হবে। তবে অপ্রাসঙ্গিকভাবে হাত ছোড়া-ছুড়ি করবেন না। এতে আপনি হাসির বস্তু হতে পারেন।


• শুদ্ধ উচ্চারণ চর্চা

সঠিক উচ্চারণ করার প্রথম শর্ত হচ্ছে, এটা জানা যে, আপনি কোন শব্দগুলোর ভুল উচ্চারণ করেন, সে গুলোকে শনাক্ত করা। আপনি কারো সামনে হয়তবা শুদ্ধ বাংলায় কথা বলার দরকার হয়। কিন্তু উচ্চারণের সমস্যার কারণে অনেক ধাপ পিছিয়ে পড়তে হয়। আর এতে আপনার সেল্ফ কনফিডেন্স নষ্ট হয়। যে ধরনের ভুলগুলো অনেকে সাধারণত করে থাকে। যেমনঃ খ কে ক উচ্চারণ করেন, আবার ছ কে চ। তাই একটা বাংলা উচ্চারণের অভিধান কিনে নিতে পারেন। কোনো উচ্চারণ নিয়ে মনে একটু সংশয় এলেই অভিধানের পাতা ওল্টাতে পারেন। দেখে নিতে পারেন উচ্চারণ। যেমন: লেখা হচ্ছে দলবদ্ধ। উচ্চারণ করছি আমরা দলোবদ্ধ। আবার যখন বলছি দলবল, তখন কিন্তু দলো হবে না, বলো হবে না, তখন বলব দল্‌বল্‌।


• মুদ্রাদোষ পরিহার করুনঃ


অনেকের কথার মধ্যেই মুদ্রাদোষ থাকে। যেমন: তারপর, বুঝেছ ইত্যাদি শব্দ অধিকবার ব্যবহার করা। মুদ্রাদোষগুলো নিজে টের না পেলেও অন্য কেউ ধরিয়ে দিলে, ঠিক করে নেবেন।


• আত্মবিশ্বাসের সাথে কথা বলুনঃ

যা বলবেন আত্মবিশ্বাসের সাথে বলবেন। দ্বিধা নিয়ে কিছু বলা উচিৎ নয়। কারণ, বক্তাকে দ্বিধান্বিত দেখলে শ্রোতারা বক্তার ওপর আস্থা হারিয়ে ফেলে। ভয়েস টোন বাড়ান। যেখানে জোরে কথা বলা দরকার সেখানে জোরে, যেখানে আস্তে কথা বলা দরকার সেখাসে আস্তে কথা বলুন। এবং এমন ভাবে কথা বলুন, যাতে শ্রোতার মনে ধারনা জন্মে আপনি যা বলছেন তা সঠিক। এমনকি আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলেও আপনি পার পেয়ে যেতে পারেন অনেক সময়।

 

• ভদ্রতা ও শালীনতা বজায় রেখে কথা বলুনঃ


ভদ্রতা বজায় রেখে কথা বলুন। অন্যের কথার মধ্যে আপনার যদি কথা বলতে হয় তাহলে তার কাছ থেকে অনুমতি চেয়ে কথা বলতে পারেন। যেমন: এক্সকিউজ মি বলে বক্তার সাথে যা যোগ করতে চাচ্ছিলেন বলবেন বা কোনো ব্যক্তিগত মতামত দিতে পারেন। আর খারাপ ভাষা ব্যবহার করবেন না বা কাউকে ইমোশনাল অ্যাটাক করে কথা বলবেন না। কারো কোন ভুল থাকলে অথবা আপনাকে যদি কেউ অ্যাটাক করে কথা বলে। তবে পরবর্তীতে আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন।

• মুখের অভিব্যক্তি প্রকাশ করা শিখুন:


সুন্দরভাবে কথা বলার আসল উপায়, মুখের অভিব্যক্তি প্রকাশ। আপনাকে আনন্দের সময় হাসি ভরা মুখ আর কষ্টের সময় কান্না। অবাক হলে চোখ বড় করা, ভ্রু উপরে উঠানো। এগুলো মুখের অভিব্যক্তি প্রকাশের মাধ্যম। কাউকে আনন্দ সংবাদ দিতে গেলে আপনাকে হাসিখুশি মুখ নিয়ে খবরটা দিতে হবে। কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলতে হবে। এতে আপনার কথার বিশ্বাসযোগ্যতা বাড়বে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ