মানব দেহ সম্পর্কে অজানা তথ্য ও প্রশ্ন

 


প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের

স্বাভাবিক উষ্ণতা কত ?

উ: ৩৬.৯ ডিগ্রী


প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?

উ: ১৫ পাউন্ড


প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী

বুজায় ?

উ: হৃদপিন্ডের সংকোচন চাপ


প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?

উ: হৃদপিন্ডের প্রসারণ


প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?

উ: লোহিত রক্তকনিকায়


প্রশ্ন: রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?

উ: অস্থিমজ্জায় 


প্রশ্ন: মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?

উ: ৩৩ টি


প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?

উ: ৮ টি


প্রশ্ন: রক্ত কতো প্রকার ?

উ: ২প্রকার 


প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কী ?

উ: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন

করা


প্রশ্ন: পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী

বহন করে ?

উ: অক্সিজেন বাহী রক্ত


প্রশ্ন: মানব দেহের হৃত্পিণ্ড কতো

প্রকোষ্ট বিশিষ্ট ?

উ: চার প্রকোষ্ট বিশিষ্ট


প্রশ্ন: লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল

কতো দিন ?

উ: 120দিন


প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?

উ: ১০ দিন


প্রশ্ন: রক্ত শুন্যতা বলতে বুঝায় ?

উ: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া


প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন

কে ?

উ: ল্যান্ড ষ্টিনার


প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?

উ: যকৃত


প্রশ্ন: বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে

কে ?

উ:ডায়াফ্রাম


প্রশ্ন: কিডনীর কার্যকরী একক কী ?

উ: নেফ্রন


প্রশ্ন: মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী

পদার্থের নাম কী ?

উ: অ্যামোনিয়া


প্রশ্ন: মুত্র হলুদ দেখায় কেন ?

উঃ ইউরোক্রমের জন্য


প্রশ্ন: অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায়

পরিনত হয় কোথায় ?

উ: যকৃত এ


প্রশ্ন: মানব দেহে রাসায়নিক দূত

হিসাবে কাজ করে কী ?

উ: হরমোন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ