রাবেয়া বসরী (রহ:) এর একটি সত্য ঘটনা।

  তাপসী রাবেয়া বসরী (রহ:) এর পবিত্র মাজার শরীফ 





প্রখ্যাত সাধক হযরত রাবেয়া বশরীর বাড়ীতে দুইজন মেহমান আসলেন। তারা ছিলেন ভীষন ক্ষুধার্ত। ঐ সময় রাবেয়া বশরীর কাছে দুইটি রুটি ছাড়া আর কিছুই ছিলনা। তাই তিনি ঐ দুইখানা রুটিই মেহমানদের সামনে হাজির করলেন।


ঠিক ঐ সময় একজন ভীক্ষুক খাবার চেয়ে বসল।

তিনি রুটি দুটি ভীক্ষুককে দান করলেন। মেহমান দুইজন খুবই মনঃক্ষুন্ন হলেন। কিছুখন পর পাশের বাড়ী থেকে কিছু রুটি হাদীয়া আসল।


হযরত রাবেয়া বশরী গুনে দেখলেন ১৮ টি রুটি।

কিন্তু তিনি রুটিগুলো ফেরত পাঠালেন এই বলে যে, এগুলো আমার কাছে হয়ত ভুল করে পাঠানো হয়েছে। 

মেহমান দুইজন এবার খুব অবাক হলো, যখন তারা দেখলো এবার ২০টি রুটি হাদীয়া এসেছে।


তখন রাবেয়া বশরী বললেন যে এই রুটিগুলোই আমার কাছে পাঠানো হয়েছে।


তখন মেহমানরা বললেন আপনি কিভাবে বুঝলেন আগের রুটিগুলো আপনাকে পাঠানো হয়নি। তখন রাবেয়া বশরী বললেন যে সৎ কর্মের প্রতিদানতো ১০ গুন হওয়ারই কথা ৯ গুন না। তাই গুনে যখন দেখলাম ১৮টি রুটি তখন বুঝলাম এটা ভুল করে আমার কাছে পাঠানো হয়েছে।

কি গভীর এবং সুদৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ