একদিন এক সন্তান তার পিতার কাছে গিয়ে নরম স্বরে বললো,
"বাবা" আমি আর কোন দিন মসজিদে যাবো না"
বাবাঃ "কারণটা জানাবে কি?"
সন্তানঃ "সালাতের সময় আমি কিছু লোককে দেখলাম মোবাইল নিয়ে ব্যস্ত আছে, কেউ গল্পগুজব করছে আর অনেককেই দেখলাম সালাত যথাযথভাবে আদায় না করতে,
তারা শুধুই ভণ্ডামি করছে।"
পিতা কিছুক্ষন চুপ থেকে বললো, "আচ্ছা ঠিক আছে, তোমার সিদ্ধান্ত চুড়ান্ত করার পূর্বে তুমি কি আমাকে একটি কাজ করে দেখাতে পারবে?"
সন্তানঃ "কি কাজ করতে হবে"?
পিতাঃ "তুমি একটি পানিভর্তি গ্লাস নিয়ে মসজিদের চারদিকে দুইবার ঘুরে আসবে আর খেয়াল করতে হবে যেন পানি একফোটাও না পড়ে।"
সন্তান কাজটি করতে রাজি হলো এবং কিছুক্ষণ পরে এসে বললো,
"আমি আপনার দেওয়া কাজ শেষ করেছি।"
পিতা এবার সন্তানকে তিনটি প্রশ্ন করলেনঃ
১. তুমি কি কাউকে মসজিদে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখেছো?
২. তুমি কি কাউকে গল্পগুজব করতে দেখেছো বা শুনেছো?
৩. তুমি কি কাউকে ভুল কোন কিছু করতে দেখেছো?
সন্তানঃ "আমি পানির গ্লাসটি নিয়ে এতোই ব্যস্ত ছিলাম যে, কে কি করেছে তা দেখিনি, কে কি বলেছে তা শুনিনি,
আমি শুধুই গ্লাস থেকে যেন পানি উপচে না পরে সেই দিকেই খেয়াল রেখেছি,
আর এই কারনে পানি পরেনি।"
পিতাঃ এখন থেকে তুমি যখন মসজিদে যাবে তখন শুধুই সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ মনোযোগ দিবে, সৃষ্টির দিকে নয়।
তাহলেই তুমি মহান আল্লাহর ঘরের পূর্ণ রহমত আশা করতে পারবে.
আল্লাহ্ আমাদের সকলকে সালাতের ব্যাপারে মনোযোগী হওয়ার তৌফিক দদান করুক... আমিন!
0 মন্তব্যসমূহ