কথা সত্য- কিন্তু অনেকের খারাপ লাগবে !


_আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি। ওয়াবারা কাতুহু,

-শুরু করছি পরম করুণাময় আসীন দয়ালু মহান,

(আল্লাহ) তাআ'লার নামে

"সমস্ত  প্রশংসা আল্লাহ তাআ'লার সালাম ও দরূদ

 প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা:) এরজন্য।

সারাজীবন ইবাদত বন্দেগি করছেন কিছুই কাজে আসছে না,,আফসোস,,করবেন।

যখন সারাজীবন ইবাদত করে মৃত্যুর সময় কালিমা _পরতে পারবেন না।

লা ইলাহা ইল্লাল্লাহ  মুহাম্মাদুর রাসুলুল্লাহ, 

সারাজীবন নামাজ পড়ে মৃত্যুর আগে একটা _সিজদা দিতে পারবেন না।


দ্বীন প্রচার করতে করতে নিজের ইবাদত করতে _ভূলে যাবেন।

অনেক ইবাদত করেও হাশরের মাঠে ডান হাত,,

_খালি থাকবে।

গীবত করার জন্য  নিজের ইবাদত আরেক জনের _নামে হয়ে যাবে।

কবরে গিয়ে যখন কোনো প্রশ্নের জবাব দিতে,

_পারবেন না।

আপনার আমলগুলো কিছুই কবরে দেখতে_পাবেন না

নামাজ পরেও জান্নাতে যেতে পারবেন না,

কোটি টাকার সম্পদ কবরে নিতে পারবেন না।

কবরে শাস্তি ভোগ করবেন কিন্তু আপনার সন্তান,

বিলাসিতায় মগ্ন।

কবররে শাস্তি ভোগ করবেন।

কিন্তু আপনার মাগফিরাতের জন্য দো'য়া করার,

 মতো কেউ থাকবেনা

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম:) আপনার জন্য,শাফায়াত করবেন না


আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলবে ওকে জাহান্নামে নিক্ষেপ করো,


সামান্য কমেন্ট বক্সে এসে সত্য না জেনে না শুনে অন্যকে অপবাদ দিবেন । 


বিসমিল্লাহ বলে না খাওয়ার জন্য হালাল

 -খাবার হারামের নামে লিখা হবে।

 হাশরের মাঠে ফেরেশতারা লানত দিবে।


মৃত্যুর আগে তাওবা করতে পারবেন না।

"কিয়ামতের দিন আপনার অজানা অসংখ্য গুনাহ। ধরা পরবে।,

হাশরের মাঠে সবার সামনে লজ্জিত হতে হবে।


অনেক নফল ইবাদত করেছেন কিন্তু ফরজগুলোই _ঠিকমত কাজে আসছে না।_

এই আফসোস যেন কারো করতে না হয়। 

সত্যি এর চেয়ে বেশি আফসোসের,, বিষয় আর" --কিছু নেই।।


"আল্লাহ,,।  "আমাদের সবাইকে ইখলাছের সাথে নেক আমল,, করার তৌফিক দান,করুন,-এবং আমাদের আমল  গুলো কবুল ও মঞ্জুর করুন আমীন-


 *** কথাগুলো বাস্তব সত্য! ***


১) প্রেম করলেই স্বামী

  স্ত্রী হওয়া যায়না !

একজন পল্টি মারলে বুঝবেন।

২) শালী কখনো বোন হতে পারে না !

আড়ালে একা থাকলে বুঝবেন।

৩) দেবর কখনো ভাই হতে পারে না !

 একটু চান্স দিলেই বুঝবেন।

৪) কাজিন কখনো আপনার 

 মায়ের সন্তান হতে পারে না!

হতে হাত রাখলে বুঝবেন।

৫) বিপরীত লিংগের ফ্রেন্ড 

  কখনো হালাল হয় না!

  চোখ কান খোলা রাখলে বুঝবেন।

৬) ধর্মের ভাই-বোন,

   মা-বাপ বলতে কিছু নাই!

  স্বার্থের পরীক্ষায় পড়লে বুঝবেন।

৭) টাকা কখনও সুখ আনেনা!

 টাকাওয়ালা হলে বুঝবেন।

৮) মা-বাবার মতো 

 আপন কেউ হয় না!

 মা-বাবা হারালে বুঝবেন।

৯) স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড, 

   স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড উত্তম হয় না!

   সংসার ভাঙ্গলে বুঝবেন।

১০) দুনিয়ার সম্পদের বড়াই   পরিনতি জাহান্নামে  

  মরে গেলে বুঝবেন।


এগুলো শুধুমাত্র শয়তানের কৌশল ব্যাতিত আর কিছুই না...


 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ