দুনিয়ার জীবনে মানুষ যা আমল করবে, তার প্রতিদান আখেরাতে পাবে। মৃত্যুর পর মানুষের আর আমলের কোনো ক্ষমতা থাকে না, সব আমল বন্ধ হয়ে যায়। তবে এমন কিছু আমল রয়েছে, যেগুলো দুনিয়ার জীবনে করলে মৃত্যুর পর মৃত ব্যক্তি কবরে ওইসব আমলের সওয়াব পেতে থাকবেন।
আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু- এ দুইটি অমোঘ-বাস্তবতা সৃষ্টি করেছেন কে কত ভাল আমল করতে পারে, তা পরীক্ষা করার জন্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বাধিক উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী ও অতিশয় ক্ষমাশীল। (সুরা আল-মুলক, আয়াত : ০২)
যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকবে, সেগুলোকে সদাকায়ে জারিয়া বলা হয়।
হাদিসে এসেছে-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ‘যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকার আমল ছাড়া (যা কখনো বন্ধ হয় না তাহলো) সাদকায়ে জারিয়া, এমন ইলম যা দ্বারা অন্যরা উপকৃত হয়, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে।’
(মুসলিম ১৬৩১, নাসাঈ ৩৬৫১, আবু দাউদ ২৮৮০, তিরমিজি ১৩৭৬)
মৃত্যুর পরেও যে ৬ টি নেকি পাওয়া যায়।
১. কুরআন কাউকে উপহার দিন, সে যতবার পাঠ করবে সেখান থেকেও আপনি নেকি পাবেন।
২. একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিন, প্রতিবার ব্যবহারের জন্য নেকি পেতে থাকবেন।
৩. মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন।
৪. কোনো দরিদ্র ছাত্র/ছাত্রী কে সাহায্য করুন তার পড়া লেখা সচল রাখতে।
৫. গাছ লাগান, যখনি কেউ গাছটি থেকে উপকার পাবে তখনি আপনিও সেখান থেকে নেকি পাবেন।
৬. সবচেয়ে ছোট উপায় হলো তথ্যটি শেয়ার করুন। কেউ এটি দেখে যদি উপরের যেকনো একটি করে তবে আপনিও কিছু নেকি পাবেন
পুরোটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আপনাদের পরামর্শ আমাদেরকে জানান কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করুন
0 মন্তব্যসমূহ